ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ধামাচাপা পড়েছে ইউক্রেন ইস্যু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে ধামাচাপা পরে গেছে ইউক্রেন ইস্যু। অথচ ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ চালিয়ে যেতে পৌঁছে গেছে উত্তর কোরিয়ার সেনা বহর।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব শক্তিশালী হচ্ছে। আতঙ্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর অবশ্যই উত্তর কোরিয়াকে থামাতে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এই ইস্যুতে পশ্চিমারা নীরব বলেও অভিযোগ করেন তিনি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন এতো শক্তিশালী সেনাবাহিনী মোকাবিলা করতে হবে তাদের।

জেলেনস্কি জানান, উত্তর কোরিয়ার সেনারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, কিয়েভ তা জানে। কিন্তু তাদের প্রতিহত করতে পশ্চিমাদের দেয়া সমরাস্ত্র ইউক্রেন ব্যবহার করছে না, কারণ তারা রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে।

এদিকে, ইউক্রেনের সুমি, কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ করেই দেশটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সেনাবাহিনী।

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় ধামাচাপা পড়েছে ইউক্রেন ইস্যু

আপডেট সময় : ০৩:৪৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে ধামাচাপা পরে গেছে ইউক্রেন ইস্যু। অথচ ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ চালিয়ে যেতে পৌঁছে গেছে উত্তর কোরিয়ার সেনা বহর।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্ব শক্তিশালী হচ্ছে। আতঙ্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মিত্র দেশগুলোর অবশ্যই উত্তর কোরিয়াকে থামাতে পদক্ষেপ নেয়া প্রয়োজন।

এই ইস্যুতে পশ্চিমারা নীরব বলেও অভিযোগ করেন তিনি। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন এতো শক্তিশালী সেনাবাহিনী মোকাবিলা করতে হবে তাদের।

জেলেনস্কি জানান, উত্তর কোরিয়ার সেনারা কোথায় প্রশিক্ষণ নিচ্ছেন, কিয়েভ তা জানে। কিন্তু তাদের প্রতিহত করতে পশ্চিমাদের দেয়া সমরাস্ত্র ইউক্রেন ব্যবহার করছে না, কারণ তারা রাশিয়ার অভ্যন্তরে অবস্থান করছে।

এদিকে, ইউক্রেনের সুমি, কিয়েভে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হঠাৎ করেই দেশটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সেনাবাহিনী।