আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৫১ বার পড়া হয়েছে
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বলেছেন, আগামী বছরের মাঝামাঝিতে খুলে দেয়া হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তিনি বলেন, ‘আর দুই সপ্তাহের মধ্যেই প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ লাউঞ্জের কাজ শেষ হয়ে যাবে। যেখানে প্রবাসীরা স্বল্পমূল্যে খাবার খেতে পারবে।’
আজ (রোববার, ৩ নভেম্বর) ঢাকা-আদ্দিস আবাবা সরাসরি ফ্লাইটের উদ্বোধন শেষে গণমাধ্যমের কাছে তিনি এসব কথা বলেন।
এর আগে রোববার সকালে আফ্রিকার শীর্ষ বিমানসংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স বাংলাদেশে যাত্রা শুরু করেছে।
রোববার সকালে ১৭২ যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছে ৭৮৭-৯০০ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত উদ্বোধনী ফ্লাইটটি।
এসময় ওয়াটার স্যালুট দিয়ে ফ্লাইটটিকে স্বাগত জানায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।