বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসা ঠেকানোর জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। আজ রোববার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসা ঠেকানোর জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়ে সেই প্রত্যাশা করছেন তারা।
বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্টরা বারবারই জোর করে নির্বাচনের ফলাফল কেড়ে নিয়েছে। আদালতে রায়ে চট্টগ্রামের মেয়র ডা. শাহাদাত হোসেনের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সত্যিকার ন্যায়বিচার প্রতিষ্ঠা পেয়েছে। প্রমাণ হয়েছে আওয়ামী লীগের নির্বাচন কারচুপির ছিল।
এ সময় নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের জনতার পাশে থেকে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।