‘সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়’
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়। আজ (রোববার, ৩ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘সরকার কোনো বিদ্যুৎ উৎপাদন কোম্পানির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগ সরকার আদানির বিদ্যুৎ বিল বকেয়া রেখে গেছে। শিগগিরই বিদ্যুৎ বিলে পরিশোধ করার চেষ্টা চলছে।’
শফিকুল আলম বলেন, ‘আদানি বিদ্যুৎ কেন্দ্রের সাতশো মিলিয়ন ডলার বাকি আছে। তবে প্রতিনিয়ত রিজার্ভ বৃদ্ধি হওয়ায় আন্তর্জাতিক সকল দেনা পরিশোধ করা হচ্ছে।’
এ সময় তিনি বলেন, ‘সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা জটিল বিষয় হলেও বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলমান।’