ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্পের বক্তব্য বিব্রতকর: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুন্নাহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের আছেন তাঁদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার স্বীকৃত। তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।

খালিদ হোসেন বলেন, প্রতিবছরই কিছু সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সরকারি খরচে হজে যেতেন। এ বছর হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তের বাহিরে কোন কর্মকর্তা-কর্মচারীকে সরকারি টাকায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

দুদিনব্যাপী আয়োজিত সুন্নাহ কনফারেন্সে সারা দেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এতে কুরআন ও হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এক্সে এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের বক্তব্য বিব্রতকর: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ০৩:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন অন্তর্বতীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ রোববার সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুন্নাহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের আছেন তাঁদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার স্বীকৃত। তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।

খালিদ হোসেন বলেন, প্রতিবছরই কিছু সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সরকারি খরচে হজে যেতেন। এ বছর হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তের বাহিরে কোন কর্মকর্তা-কর্মচারীকে সরকারি টাকায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

দুদিনব্যাপী আয়োজিত সুন্নাহ কনফারেন্সে সারা দেশ থেকে দুই শতাধিক নিবন্ধিত অংশগ্রহণকারী অংশ নিয়েছে। এতে কুরআন ও হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গত বৃহস্পতিবার এক্সে এক পোস্টে বলেন, ‘আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।’