মা হলেন ‘বার্বি’ অভিনেত্রী মার্গো রবি

বিনোদন প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে

মা হয়েছেন হলিউডের ‘বার্বি’ খ্যাত অভিনেত্রী মার্গো রবি। পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এই অভিনেত্রীর মা হওয়ার খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।
৩৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান অভিনেত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হওয়ার পর গত জুলাই মাসে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় রবিকে। স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, ২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাঁদের প্রেমের শুরু।
মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে।