স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২১৪
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:১৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
স্পেনে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১৪ জন। ১৯৬৭ সালের পর ইউরোপের ইতিহাসে বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি দেখলো স্পেন।
চারদিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ বেশ কয়েকজন। উদ্ধার ও পরিষ্কার অভিযানের জন্য ভ্যালেন্সিয়া অঞ্চলে অতিরিক্ত ৫ হাজার সেনা ও ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।
পেদ্রো সানচেজ জানান, বন্যার্ত মানুষের ঘুরে দাঁড়ানোর জন্য স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানো হবে। ইতোমধ্যে শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম।
সেনা ও পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করছে স্থানীয়রা। তবে চলতি সপ্তাহে ভ্যালেন্সিয়া, কাতালোনিয়া ও ব্যালেরিক দ্বীপে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
জলবায়ু বিজ্ঞানীদের দাবি, ভূমধ্যসাগর অতিরিক্ত উষ্ণ হওয়ায় বাষ্পীভূত হয়ে পানি ঝড়ছে অতিরিক্ত বৃষ্টি হয়ে।