ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেভাবেই হোক পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ৪ নভেম্বর) পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যেভাবেই হোক পুনঃতদন্ত করা হবে। খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন হবে কিনা তা এখন নিশ্চিত নয়, তবে পুনঃতদন্তের কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘সীমান্তে যেন কোনো ছাড় দেয়া না হয়। এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে আরও ভালো হতে সময় লাগবে। বেআইনি আদেশ যেন পালন না করা হয়, দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

তিনি বলেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কার্যক্রম চালাতে হবে, এবং বর্তমানে তাদের কার্যক্রমে সাধারণ জনগণের সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। উপদেষ্টা বিজিবির সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন, তবে বেআইনি আদেশ মানা যাবে না বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে পুনঃ তদন্ত দ্রুত সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩২:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

যেভাবেই হোক পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ৪ নভেম্বর) পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যেভাবেই হোক পুনঃতদন্ত করা হবে। খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন হবে কিনা তা এখন নিশ্চিত নয়, তবে পুনঃতদন্তের কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘সীমান্তে যেন কোনো ছাড় দেয়া না হয়। এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে আরও ভালো হতে সময় লাগবে। বেআইনি আদেশ যেন পালন না করা হয়, দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

তিনি বলেন, বিজিবিকে তাদের আইন ও ম্যান্ডেট অনুযায়ী কার্যক্রম চালাতে হবে, এবং বর্তমানে তাদের কার্যক্রমে সাধারণ জনগণের সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। উপদেষ্টা বিজিবির সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার নির্দেশ দেন, তবে বেআইনি আদেশ মানা যাবে না বলেও উল্লেখ করেন।

মতবিনিময় সভায় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না, তবে পুনঃ তদন্ত দ্রুত সম্পন্ন হবে।