শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা
- আপডেট সময় : ০১:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
সময়টা দারুণ কাটছে বার্সেলোনার। গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেয়া কাতালান ক্লাবটি রোববার (৩ নভেম্বর) রাতে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে হারিয়েছে ৩-১ গোলে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর লা লিগায় ওসাসুনার কাছে ৪-২ গোলে হারের পর সব প্রতিযোগিতা মিলিয়ে খেলা ছয় ম্যাচের প্রতিটিতেই জয়ের পথে কমপক্ষে ৩ গোল করল বার্সেলোনা।
রোববার রাতে ঘরের মাঠে স্বাগতিকদের তিনটি গোলই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। এরপর ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। ৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করেন এসপানিওলের জাভি পুয়াদো।
চলমান লা লিগায় ১২তম ম্যাচে ১১তম জয় পাওয়া বার্সা ওলমোর করা প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরে ও আরেকবার সোজা গোলকিপারের হাতে তুলে দিয়ে। ওলমোর দুই সুযোগ নষ্টের মাঝে লামিনে ইয়ামালের ২০ গজি শট ঠেকিয়ে দেন এসপানিওল গোলকিপার গার্সিয়া। এদিকে চলতি মৌসুমে বার্সার জার্সিতে রাফিনিয়া করেছেন ১১ তম গোল।
এই জয়ের পর ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।