ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩৭৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিপ্রয়োগ পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে পুলিশ সংস্কার কমিশন। অন্যদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে প্রবাসী ভোটারদের ভোট নেয়া যায়, তা নিয়ে কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিটি কমিশন তাদের কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। আজ (সোমবার, ৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস।

জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে যে কয়টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, তাদের কাজ কতটুকু এগিয়েছে, তা জানতে কমিশন প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠক।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুপস্থিত বা প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে। সমন্বয় করা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার । এছাড়া, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী। তিনি জানান, কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন পেশ করবে বলেও আশা প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার কাছে।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, মব নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কাজ চলমান রয়েছে। আইন ও বিধি সংশোধনের জন্য যেসব প্রস্তাব এসেছে যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বৈঠকে অন্য সংস্কার কমিশনের প্রধানরাও একে একে প্রত্যেকটি কমিশনের কাজের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবহিত করেন। রাষ্ট্র সংস্কারে প্রথমে ৬টি এবং পরে ৪টিসহ মোট ১০টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

নিউজটি শেয়ার করুন

সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

আপডেট সময় : ১০:২৭:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মব নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তিপ্রয়োগ পদ্ধতির পরিবর্তন নিয়ে ভাবছে পুলিশ সংস্কার কমিশন। অন্যদিকে পোস্টাল ব্যালটের মাধ্যমে কীভাবে প্রবাসী ভোটারদের ভোট নেয়া যায়, তা নিয়ে কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রতিটি কমিশন তাদের কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। আজ (সোমবার, ৪ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূস।

জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে যে কয়টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার, তাদের কাজ কতটুকু এগিয়েছে, তা জানতে কমিশন প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার এই বৈঠক।

বৈঠকে নির্বাচন সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।

তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে। অনুপস্থিত বা প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট নিয়ে কাজ চলছে। সমন্বয় করা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভোটার তালিকার । এছাড়া, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিতে জোর দিচ্ছে নির্বাচন সংস্কার কমিশন।

জনপ্রশাসন সংস্কার কমিশনের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানান কমিশন প্রধান আব্দুল মুয়িদ চৌধুরী। তিনি জানান, কমিশনের সদস্যরা জেলা ও উপজেলা পর্যায়ে সফর করে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেছেন। জনপ্রশাসনের বিভিন্ন ক্যাডার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন পেশ করবে বলেও আশা প্রকাশ করা হয় প্রধান উপদেষ্টার কাছে।

পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, মব নিয়ন্ত্রণে বলপ্রয়োগ পদ্ধতি পরিবর্তন করার প্রস্তাব নিয়ে কাজ চলমান রয়েছে। আইন ও বিধি সংশোধনের জন্য যেসব প্রস্তাব এসেছে যেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

বৈঠকে অন্য সংস্কার কমিশনের প্রধানরাও একে একে প্রত্যেকটি কমিশনের কাজের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানকে অবহিত করেন। রাষ্ট্র সংস্কারে প্রথমে ৬টি এবং পরে ৪টিসহ মোট ১০টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার।