সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি
- আপডেট সময় : ০২:৫৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩৭২ বার পড়া হয়েছে
শৃঙ্খলাভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে একই ব্যাচের ২৫২ জন এসআইকে অব্যাহতি দেয়া হয়েছিলো। তখন তাদের ওপর শৃঙ্খলাভঙ্গের এই একই অভিযোগ আনা হয়েছিলো।
পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ স্বাক্ষরিত পৃথক চিঠিতে গত ২১ অক্টোবর ১০ জনকে এবং ২৪ অক্টোবর ৪৯ জনকে নোটিশ দেওয়া হয়।
এর আগে, ২১ অক্টোবর শৃঙ্খলাভঙ্গের কারণ দেখিয়ে চূড়ান্ত নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ২৫২ জন উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জন এসআই পুলিশ অ্যাকাডেমিতে মৌলিক প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
তবে ওই ২৫২ এসআইকে ঠিক কী কারনে তাদের একসঙ্গে অব্যাহতি দেওয়া হলো সে বিষয়ে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সেসময় জানিয়েছিলেন, রাজনৈতিক কারণ নয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।