ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ১০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০১:১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় পূর্বাঞ্চলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নুৎপাতের পর তারা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ ফ্লোরেসে অবস্থিত মাউন্ট লিওটোবি লাকি-লাকির জোড়া আগ্নেয়গিরি রোববার রাতে বিস্ফোরিত হয়। এরপর কর্তৃপক্ষ বেশ কয়েকটি গ্রাম খালি করে দেয়।
স্থানীয় বাসিন্দা ৩২ বছর বয়সী হারমানাস মাইট এএফপিকে বলেন, ‘আমি যখন ঘুমিয়ে ছিলাম তখন হঠাৎ বিছানাটা দুই বার কেঁপে ওঠে, যেন কেউ আঘাত করছে। তখন আমি বুঝতে পারি যে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে। তাই আমি বাইরে দৌড়ে বের হয়ে যাই।’
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বি.এন.পি.বি) মুখপাত্র আবদুল মুহারি এক সংবাদ সম্মেলনে বলেন, অগ্ন্যুৎপাতের ফলে ১০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা এখনও যাচাই করা হচ্ছে।
আগ্নেয়গিরির কাছে থাকা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, পাঁচটি গ্রাম খালি করে দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। কিছু কাঠের বাড়িতে আগুন ধরে গেছে।
ইন্দোনেশিয়া দ্য রিং অব ফায়ারে অবস্থিত। এট প্রশান্ত মহাসাগরের প্রান্তে সমুদ্রগর্ভস্থ আগ্নেয়গিরি এবং ভূমিকম্পের স্থানগুলোর একটি বলয়। এ অঞ্চলে অনেক আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয় এবং ভূমিকম্প হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।