ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একুশে পদক মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৪১৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশে পদক ২০২৫ এর মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর থেকে বৃদ্ধি করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালে সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা-সহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করবে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল।

এ উপলক্ষে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিদের কাছে মনোনয়ন বা প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ অক্টোবর ২০২৫। সেই সময়সীমা এখন আবার বাড়িয়ে ১৪ নভেম্বর করা হয়েছে।

এই সংক্রান্ত যাবতীয় তথ্য, একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moca.gov.bd এবং www.moi.gov.bd-তে পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

একুশে পদক মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

আপডেট সময় : ১২:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

একুশে পদক ২০২৫ এর মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার সময়সীমা ৩১ অক্টোবর থেকে বৃদ্ধি করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার উপসচিব মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

২০২৫ সালে সরকার ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয়, চারুকলা-সহ সকল ক্ষেত্র), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্যসহ নির্ধারিত বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক প্রদান করবে বলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আগেই জানানো হয়েছিল।

এ উপলক্ষে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর ও সংস্থা, পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিদের কাছে মনোনয়ন বা প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। মনোনয়ন প্রস্তাব জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ অক্টোবর ২০২৫। সেই সময়সীমা এখন আবার বাড়িয়ে ১৪ নভেম্বর করা হয়েছে।

এই সংক্রান্ত যাবতীয় তথ্য, একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে www.moca.gov.bd এবং www.moi.gov.bd-তে পাওয়া যাবে।