ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আলমোড়ার দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা বিনীত পাল জানান, আহত বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা, স্থানীয় গ্রামবাসী তাদের সহযোগিতা করছেন।

পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ভারতে বাস খাদে পড়ে নিহত ৩৬

আপডেট সময় : ০২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

ভারতের উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।

আলমোড়ার দুর্যোগ মোকাবেলা কর্মকর্তা বিনীত পাল জানান, আহত বেশ কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের দুমড়ে মুচড়ে যাওয়া অংশের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা, স্থানীয় গ্রামবাসী তাদের সহযোগিতা করছেন।

পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।