ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অভিনয় ছেড়ে দিচ্ছেন সব্যসাচী!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৬৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবির শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে এক মনে চিত্রনাট্য পড়ছেন। কিন্তু অভিনয় জীবন থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই অভিনেতা। কিন্তু কেন? সম্প্রতি এক বিকেলে শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অনলাইনের সাথে আলাপ কালে অভিনেতা বলেন, শারীরিক অসুস্থতা নিয়ে বললেন এখন ভালই আছি। তাই তো শুটিং করছি।

তিনি আরও বলেন, এক মাস আগে আমার স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচার। তার পরেই আমি! পাল্স ৩৪! বুকে পেসমেকার বসল। ডাক্তার জানালেন, তিন মাস বিশ্রামে থাকতে হবে। একদম জর্জরিত হয়ে গিয়েছিলাম।

আপনি অবসর নিতে চাইছেন কিনা জানতে চাইলে তিনি বলে হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনও চরিত্র নেই।

ফেলুদার বাইরেও তো চরিত্র রয়েছে। প্রস্তাব তো আসে নিশ্চয়ই এমন প্রশ্নরে জবাবে সব্যসাচী বলেন আমাকে বলা হল, ‘‘আপনি না থাকলে ছবিটা হবে না।’’ কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হল, হিরোর বাবা। দেখা যাবে, হয়তো তার আগের ছবিগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।

আপনি সমাজমাধ্যমে নেই। কিন্তু, আপনার অনুরাগীরা কি আপনার অবসরের সিদ্ধান্ত সমর্থন করবেন বলে মনে হয়? এসন প্রশ্নের জবাবে সব্যসাচী বলেন আমি নেই, কিন্তু আমার একটা ফ্যানক্লাব আছে। সব মহিলা সদস্য এবং অল্পবয়সি (হাসি)। ওরা নাম রেখেছে ‘সব্যসাচী চক্রবর্তী ফ্যান আর্মি’। ওরা আমাকে খুবই সাহায্য করে। মাঝে আমার নামে ফেসবুকে একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়। ওরাই কিন্তু উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করায়। এখনও জন্মদিনে আমার বাড়িতে তারা কেক নিয়ে হাজির হয়। উপভোগ করি।

নিউজটি শেয়ার করুন

অভিনয় ছেড়ে দিচ্ছেন সব্যসাচী!

আপডেট সময় : ১২:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ছবির শুটিংয়ের ফাঁকে মেকআপ ভ্যানে এক মনে চিত্রনাট্য পড়ছেন। কিন্তু অভিনয় জীবন থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই অভিনেতা। কিন্তু কেন? সম্প্রতি এক বিকেলে শুটিংয়ের ফাঁকে আনন্দবাজার অনলাইনের সাথে আলাপ কালে অভিনেতা বলেন, শারীরিক অসুস্থতা নিয়ে বললেন এখন ভালই আছি। তাই তো শুটিং করছি।

তিনি আরও বলেন, এক মাস আগে আমার স্ত্রীর ক্যানসারের অস্ত্রোপচার। তার পরেই আমি! পাল্স ৩৪! বুকে পেসমেকার বসল। ডাক্তার জানালেন, তিন মাস বিশ্রামে থাকতে হবে। একদম জর্জরিত হয়ে গিয়েছিলাম।

আপনি অবসর নিতে চাইছেন কিনা জানতে চাইলে তিনি বলে হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনও চরিত্র নেই।

ফেলুদার বাইরেও তো চরিত্র রয়েছে। প্রস্তাব তো আসে নিশ্চয়ই এমন প্রশ্নরে জবাবে সব্যসাচী বলেন আমাকে বলা হল, ‘‘আপনি না থাকলে ছবিটা হবে না।’’ কী চরিত্র জিজ্ঞাসা করতে বলা হল, হিরোর বাবা। দেখা যাবে, হয়তো তার আগের ছবিগুলোতেও একই চরিত্র এবং একই সংলাপ। আমার যুক্তি, নতুন কিছু না হলে আমি অভিনয় করব না।

আপনি সমাজমাধ্যমে নেই। কিন্তু, আপনার অনুরাগীরা কি আপনার অবসরের সিদ্ধান্ত সমর্থন করবেন বলে মনে হয়? এসন প্রশ্নের জবাবে সব্যসাচী বলেন আমি নেই, কিন্তু আমার একটা ফ্যানক্লাব আছে। সব মহিলা সদস্য এবং অল্পবয়সি (হাসি)। ওরা নাম রেখেছে ‘সব্যসাচী চক্রবর্তী ফ্যান আর্মি’। ওরা আমাকে খুবই সাহায্য করে। মাঝে আমার নামে ফেসবুকে একটা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হয়। ওরাই কিন্তু উদ্যোগ নিয়ে সেটা বন্ধ করায়। এখনও জন্মদিনে আমার বাড়িতে তারা কেক নিয়ে হাজির হয়। উপভোগ করি।