দেশের পরিস্থিতি ঘোলাটে হচ্ছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৩:৫৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৬৭ বার পড়া হয়েছে
দেশের পরিস্থিতি দিনদিন ঘোলাটে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
মির্জা আব্বাস বলেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট নয়। দ্রুত নির্বাচনের বিষয়ে জাতিকে জানানোর আহ্বানও জানান তিনি।
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সাপেক্ষেই সংবিধান সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান বিএনপির নীতি নির্ধারণী ফোরামের এই নেতা।