ব্রেকিং নিউজ ::
বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে আজ মাঠে নামবে রিয়াল
স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৬০ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়নস লিগে রাতে বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সালোনার কাছে ৪-০ গোলে হারের ক্ষতটা নিশ্চয় এখনো তরতাজা।
তবে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ বরাবরই ভিন্ন দল। একাধিকবার সেই প্রমানও পেয়েছে ফুটবল প্রেমীরা।
এসি মিলানের বিপক্ষে বার্সার কাছে হারার ক্ষত শুকানোর জন্য চ্যাম্পিয়নস লিগ রিয়ালের সবচেয়ে পছন্দের মঞ্চের একটা।
তার উপর এবারের চ্যাম্পিয়নস লিগে পয়েন্ট তালিকাও এসি মিলানের পক্ষে কথা বলছে না। অন্যদিকে তিন ম্যাচের একটি হারলেও ৬ পয়েন্ট নিয়ে ৩৬ দলের লিগে রিয়ালের অবস্থান ১২ নম্বরে।
আর ২৫ নম্বরে থাকা এসি মিলানকে রিয়ালের বিপক্ষে জেতার জন্য বার্নাব্যুতে অবিশ্বাস্য কিছুই করে দেখাতে হবে পাওলো ফনসেকারদের।