ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

“রাজনীতিতে এখনও ক্রান্তিকাল চলছে”

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে সংস্কারের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্যের ভালো পরিবর্তন হবে বিএনপি সেই সংস্কারের জন্যই আন্দোলন করছে।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) যশোরে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণ সভায় র্ভাচুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। পতিত স্বৈরাচার সরকার দেশের জনগণের প্রতিটি গণতান্ত্রিক অধিকার ডাকাতি করেছিলো বলেও অভিযোগ করেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যশোর টাউনহল মাঠে এই স্মরণসভায় আয়োজন করে জেলা বিএনপি। স্মরণ সভায় লন্ডন থেকে র্ভাচুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তরিকুল ইসলামে অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখন রাজনীতিতে ক্রান্তিকাল চলছে। স্বৈরাচারের দোসরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ক্রান্তিকালে তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের বড় প্রয়োজন ছিলো।

পতিত স্বৈরাচার সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনেকেই অনেক সংস্কারের কথা বলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার শুধু সংবিধানের কিছু লাইনের পরিবর্তন নয় রবং দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করা উচিত সেটাই করতে হবে।

এসময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

“রাজনীতিতে এখনও ক্রান্তিকাল চলছে”

আপডেট সময় : ১১:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপিই প্রথম সংস্কারের কথা বলেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে সংস্কারের মাধ্যমে দেশের সাধারণ মানুষের ভাগ্যের ভালো পরিবর্তন হবে বিএনপি সেই সংস্কারের জন্যই আন্দোলন করছে।

আজ মঙ্গলবার (০৫ নভেম্বর) যশোরে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের স্মরণ সভায় র্ভাচুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। পতিত স্বৈরাচার সরকার দেশের জনগণের প্রতিটি গণতান্ত্রিক অধিকার ডাকাতি করেছিলো বলেও অভিযোগ করেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে যশোর টাউনহল মাঠে এই স্মরণসভায় আয়োজন করে জেলা বিএনপি। স্মরণ সভায় লন্ডন থেকে র্ভাচুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তরিকুল ইসলামে অবদানের কথা স্মরণ করে তারেক রহমান বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখন রাজনীতিতে ক্রান্তিকাল চলছে। স্বৈরাচারের দোসরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ক্রান্তিকালে তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের বড় প্রয়োজন ছিলো।

পতিত স্বৈরাচার সরকার দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলো বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

অনেকেই অনেক সংস্কারের কথা বলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, সংস্কার শুধু সংবিধানের কিছু লাইনের পরিবর্তন নয় রবং দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যা করা উচিত সেটাই করতে হবে।

এসময় দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান তারেক রহমান।