ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

৪২ মিনিট খেলতেই আবার চোটে নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেইমারের সঙ্গে চোটের সখ্যতা যেন ছাড়াছাড়ি হওয়ার নামগন্ধ নেই। চোট জর্জর ক্যারিয়ারে নেইমার সর্বশেষ বড় চোট পেয়েছিলেন গত বছরের ১৮ অক্টোবর। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পাওয়ার চোটে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকেন নেইমার। সে ঘটনার ৩৬৯ দিন পর গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের বিপক্ষে মাঠের ফুটবলে প্রত্যাবর্তন ঘটে ব্রাজিলিয়ান সুপারস্টারের।

বদলি হিসেবে মাঠে নেমে ওই ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেছিলেন নেইমার। সৌদি প্রো লিগের পরের দুটি ম্যাচে আবার স্কোয়াডে ছিলেন না সাবেক বার্সা ফরোয়ার্ড। ক্লাবের জার্সিতে প্রত্যাবর্তনের পর খুব বেশি সময় মাঠে ছিলেন না বলে ব্রাজিলের পরের দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলেও ডাকা হয়নি নেইমারকে। এমন অবস্থার মধ্যে গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের জার্সিতে মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৩২ বছর বয়সী লেফট উইঙ্গার।

গতকাল ইস্তেগলালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এ দফায় মাঠে মাত্র ২৯ মিনিট মাঠে থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা। হিলাল সতীর্থ মার্কাস লিওনার্দো পাস বাড়িয়েছিলেন নেইমারের উদ্দেশ্যে। সেটির নাগাল পাননি নেইমার। সে সময়ই তাঁর পায়ের পেশীতে টান লাগে। মাটিতে শুয়ে কাতরাতেও দেখা যায় নেইমারকে। ম্যাচের ৮৭ মিনিটে মাঠ থেকে উঠে যান তিনি। প্রত্যাবর্তনের পর দুই ম্যাচ মিলিয়ে ৪২ মিনিট খেলেই আবারও চোটের কবলে পড়লেন নেইমার।

দলের সবচেয়ে বড় তারকা চোটে পড়লেও জয়ের জন্য তেমন বেগ পেতে হয়নি হিলালকে। মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় পেয়েছে জর্জ জেসুসের শিষ্যরা। এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট অঞ্চলের ১২ দলের মধ্যে ৪ ম্যাচে পূর্ণাঙ্গ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আল হিলাল। তবে হিলালের জয় ছাপিয়ে আলোচনায় নেইমারের চোট।

নেইমারে চোট কতটা গুরুতর, সেটা জানা যায়নি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘ক্র্যাম্পের মতো অনুভব করেছি। ব্যথাটা অনেক বেশি ছিল। আমাকে কিছু টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আশা করি এর বেশি কিছু হবে না।’

দীর্ঘদিন পর মাঠে ফেরায় এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন নেইমার, ‘এক বছর পর মাঠে ফেরায় এমনটা হওয়া খুব স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে আগেই সতর্ক করেছিলেন। সেজন্য আমাকে আরও সাবধানে থেকে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।’

নিউজটি শেয়ার করুন

৪২ মিনিট খেলতেই আবার চোটে নেইমার

আপডেট সময় : ০১:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

নেইমারের সঙ্গে চোটের সখ্যতা যেন ছাড়াছাড়ি হওয়ার নামগন্ধ নেই। চোট জর্জর ক্যারিয়ারে নেইমার সর্বশেষ বড় চোট পেয়েছিলেন গত বছরের ১৮ অক্টোবর। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে পাওয়ার চোটে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকেন নেইমার। সে ঘটনার ৩৬৯ দিন পর গত ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আল আইনের বিপক্ষে মাঠের ফুটবলে প্রত্যাবর্তন ঘটে ব্রাজিলিয়ান সুপারস্টারের।

বদলি হিসেবে মাঠে নেমে ওই ম্যাচে মাত্র ১৩ মিনিট খেলেছিলেন নেইমার। সৌদি প্রো লিগের পরের দুটি ম্যাচে আবার স্কোয়াডে ছিলেন না সাবেক বার্সা ফরোয়ার্ড। ক্লাবের জার্সিতে প্রত্যাবর্তনের পর খুব বেশি সময় মাঠে ছিলেন না বলে ব্রাজিলের পরের দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলেও ডাকা হয়নি নেইমারকে। এমন অবস্থার মধ্যে গতকাল এএফসি চ্যাম্পিয়নস লিগে আল হিলালের জার্সিতে মৌসুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন ৩২ বছর বয়সী লেফট উইঙ্গার।

গতকাল ইস্তেগলালের বিপক্ষে ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। এ দফায় মাঠে মাত্র ২৯ মিনিট মাঠে থাকতে পারেন ব্রাজিলিয়ান তারকা। হিলাল সতীর্থ মার্কাস লিওনার্দো পাস বাড়িয়েছিলেন নেইমারের উদ্দেশ্যে। সেটির নাগাল পাননি নেইমার। সে সময়ই তাঁর পায়ের পেশীতে টান লাগে। মাটিতে শুয়ে কাতরাতেও দেখা যায় নেইমারকে। ম্যাচের ৮৭ মিনিটে মাঠ থেকে উঠে যান তিনি। প্রত্যাবর্তনের পর দুই ম্যাচ মিলিয়ে ৪২ মিনিট খেলেই আবারও চোটের কবলে পড়লেন নেইমার।

দলের সবচেয়ে বড় তারকা চোটে পড়লেও জয়ের জন্য তেমন বেগ পেতে হয়নি হিলালকে। মিত্রোভিচের হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় পেয়েছে জর্জ জেসুসের শিষ্যরা। এ জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট অঞ্চলের ১২ দলের মধ্যে ৪ ম্যাচে পূর্ণাঙ্গ ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আল হিলাল। তবে হিলালের জয় ছাপিয়ে আলোচনায় নেইমারের চোট।

নেইমারে চোট কতটা গুরুতর, সেটা জানা যায়নি। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘ক্র্যাম্পের মতো অনুভব করেছি। ব্যথাটা অনেক বেশি ছিল। আমাকে কিছু টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। আশা করি এর বেশি কিছু হবে না।’

দীর্ঘদিন পর মাঠে ফেরায় এটাকে স্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছেন নেইমার, ‘এক বছর পর মাঠে ফেরায় এমনটা হওয়া খুব স্বাভাবিক। চিকিৎসকেরা আমাকে আগেই সতর্ক করেছিলেন। সেজন্য আমাকে আরও সাবধানে থেকে আরও বেশি সময় মাঠে থাকতে হবে।’