আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ফলাফল একইসঙ্গে পাওয়া যায় না। তবে কিছু কিছু রাজ্যে ভোটের ফল আগে থেকেই অনুমেয়। সেসব রাজ্যের ফল স্থানীয় সময় মঙ্গলবার রাতে ভোট শেষ হওয়ার পরই হয়ত জানা যাবে, কিন্তু সুইং স্টেটগুলোর ফল জানতে অপেক্ষা করতে হতে পারে।
বার্তা সংস্থা এপি জানায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজ্যের ভোটের ফল ভিন্ন ভিন্ন সময়ে পাওয়া যাবে। প্রথম ফল পাওয়া যেতে পারে ৬ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায়। শুরুতে জানা যাবে, ইন্ডিয়ানা, কেনটাকি, সাউথ ক্যারোলাইনা, ভারমন্ট ভার্জিনিয়া ও জর্জিয়ার ফল।
সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে জানা যাবে নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, ইলিনয়, টেনেসিসহ ১৭টি রাজ্যের ফল। রাজ্যগুলো হলো– ওয়েস্ট ভার্জিনিয়া, ওহাইয়ো, নর্থ ক্যারোলাইনা, কানেকটিকাট, ডেলাওয়ার, ইলিনয়, মেরিল্যান্ড, ম্যাসাচুসেটস, নর্থ হ্যাম্পশায়ার, নিউজার্সি, রোড আইল্যান্ড, অ্যালাবামা, ফ্লোরিডা, মিসিসিপি, মিসৌরি, ওকলাহোমা এবং টেনেসি।
আরকানসাসের ফল জানা যাবে সকাল সাড়ে ৭টায়। সকাল ৮টায় জানা যাবে, কানসাস, আইওয়া, লুইজিয়ানা, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা, টেক্সাস, উইমিং, কোলারাডো, মিনেসোটা, নিউ মেক্সিকো এবং নিউইয়র্কের ফল।
সকাল ৯টায় মনটানা, উটাহ, নেভাডার ফলও জানা যাবে। আর ক্যালিফোর্নিয়া, ওরেগন, ওয়াশিংটন এবং আইডাহোর ফল পাওয়া যাবে সকাল ১০টায়। ভোটগ্রহণ শেষে আলাস্কার ফল আসবে দুপুর ১২টায়।
তবে এই সময়ের মধ্যে সুইং স্টেটগুলোর ভোটের ফল আসলেও তাৎক্ষণিক জানা যাবেন না। অবশ্য যদি কমলা বা ট্রাম্প নিরঙ্কুশ ভোট পান সে ক্ষেত্রে বাস্তবতা ভিন্ন। আর ব্যবধান যদি অল্প হয়, তাহলে ভোটের ফল আসতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।