ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩৩

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৩ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

উত্তর গাজার বেইত লাহিয়া, গাজা সিটির তুফ্ফাহ, মধ্যাঞ্চলের দেইর আল–বালাহ, আজ–জাওয়াইদা ও দক্ষিণের খান ইউনিসে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে বেইত লাহিয়াতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত এক বছরের নির্বিচার হামলায় গাজায় নিহতের ৪৩ হাজারের বেশি নিহত ও এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৩৩

আপডেট সময় : ০১:৩৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গতকাল সোমবারের হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা প্রায় ৪৩ হাজার ৪০০ জন। গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৩ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা, গাজা উপত্যকাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারের বেশি লোক নিখোঁজ রয়েছেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও নির্বিচার হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

উত্তর গাজার বেইত লাহিয়া, গাজা সিটির তুফ্ফাহ, মধ্যাঞ্চলের দেইর আল–বালাহ, আজ–জাওয়াইদা ও দক্ষিণের খান ইউনিসে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এর মধ্যে বেইত লাহিয়াতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হন। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গত এক বছরের নির্বিচার হামলায় গাজায় নিহতের ৪৩ হাজারের বেশি নিহত ও এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।