প্রশ্ন উঠেছে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে
- আপডেট সময় : ০৩:৩৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৪২ বার পড়া হয়েছে
সময়টা খারাপ যাচ্ছে সাকিব আল হাসানের। অন্তত, বাইশ গজে বেশ কঠিন সময়ই পার করছেন তিনি। জাতীয় দলে নিজের শেষ ম্যাচটি দেশের মাটিতে খেলতে পারেননি। সাদা পোশাকের পর আসন্ন আফগানিস্তান সিরিজে সাকিব নেই ওয়াডেতেও। এর মধ্যেই এলো খারাপ খবর। ইংল্যান্ডে প্রশ্নবিদ্ধ হলো সাকিবের বোলিং অ্যাকশন।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারে’র হয়ে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। কাউন্টি ক্রিকেটে ফেরার ম্যাচটিতে বল হাতে উজ্জ্বল সাকিব নেন ৯ উইকেট। তবে, সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মাঠে থাকা দুই আম্পায়ার। এর প্রেক্ষিতে সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করানোর কথা বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন খবরই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম বোলিং অ্যাকশনের জন্য প্রশ্নবিদ্ধ হলেন সাকিব। আপাতত তাকে কোনো নিষেধাজ্ঞা দেয়নি ইসিবি কর্তৃপক্ষ। তার সঙ্গে আলোচনা চলছে তাদের। হয়তো, কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব। এরপরই জানা যাবে কতটা সমস্যা হয়েছে তার বোলিংয়ে।
যদিও, ম্যাচ চলাকালীন অবৈধ অ্যকশনের জন্য সাকিবের কোনো বলে নো ডাক দেননি আম্পায়াররা। হঠাৎ দুমাস পর বিষয়টি আলোচনায় আসা তাই অবাক করেছে অনেককে।