ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে আসছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে বিপদ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, দল তখন আরো শক্তিশালী হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জনান বিএনপি মহাসচিব।

৭ নভেম্বর এলে দেশের রাজনীতিতে যে নানামুখী আলোচনা চলে তার কেন্দ্রে থাকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান।

এমনি এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের বন্দিদশা, মুক্তি ও পরবর্তীতে ক্ষমতায় আসার সময়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

৭ নভেম্বরকে সামনে রেখে জাতীয় প্রেসক্লঅবে জাতীয়তাবাদী মহিলা দল যখন এই আলোচনা সভার আয়োজন করেছে তখন দেশের রাজনীতিতেও রচিত হয়েছে বিপ্লব পরবর্তী এক নতুন অধ্যায়। যে পরিস্থিতিতে দেশব্যাপী আলোচনা হচ্ছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার ঘিরে। তবে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে শঙ্কার কথা শোনা গেলো বিএনপি মহাসচিবের কন্ঠে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। এবং গণতান্ত্রিক এ আকাঙ্ক্ষা নষ্ট করার ষড়যন্ত্র চলছে আবার। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই। বিএনপি আরো শক্তিশালী হয়েছে ।’

এদিকে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণসভায় একই শঙ্কা জানিয়েছেন বিএনপির দুই সিনিয়র নেতাও।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার। অনলি ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এ কাজটা বা দায়িত্বটা যদি আপনারা সুন্দর মতো পালন করেন, তাহলে ইতিহাসে সবসময় চির উন্নত শির হয়ে থাকবেন। কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে তাহলে বেশি করুণ অবস্থার সৃষ্টি হতে পারে, দেশটা ধ্বংসের দিকে যেতে পারে।’

মির্জা আব্বাস বলেন, ‘এদেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। যথেষ্ট হয়েছে। আমাদের শান্তি দেন, স্বস্তি দেন। আপনারা আসছেন নির্বাচন করার জন্য। এখন বলছেন সংস্কার করবেন, করেন। কি কি করবেন, তাও বলেন। জাতিকে একবারে অন্ধকারে রেখে যা মন চায় বলবেন, করবেন এটা তো আমরা মেনে নিতে পারবো না।’

তিনি বলেন, ‘মানুষ কখনো বিনা ভোটে নির্বাচিত সরকারকে মানে নাই। এখনো দীর্ঘদিন মানবে না।’

রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে জাতীয় নির্বাচনই একমাত্র সমাধান বলে মনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

নিউজটি শেয়ার করুন

বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে আসছে: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:১৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

বিপদ শেষ হয়ে যায়নি, নতুন করে বিপদ আসছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় তিনি দাবি করেন, বিএনপির বিরুদ্ধে যখনই ষড়যন্ত্র হয়েছে, দল তখন আরো শক্তিশালী হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জনান বিএনপি মহাসচিব।

৭ নভেম্বর এলে দেশের রাজনীতিতে যে নানামুখী আলোচনা চলে তার কেন্দ্রে থাকে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিতিশীলতা, সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান।

এমনি এক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমানের বন্দিদশা, মুক্তি ও পরবর্তীতে ক্ষমতায় আসার সময়কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

৭ নভেম্বরকে সামনে রেখে জাতীয় প্রেসক্লঅবে জাতীয়তাবাদী মহিলা দল যখন এই আলোচনা সভার আয়োজন করেছে তখন দেশের রাজনীতিতেও রচিত হয়েছে বিপ্লব পরবর্তী এক নতুন অধ্যায়। যে পরিস্থিতিতে দেশব্যাপী আলোচনা হচ্ছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কার ঘিরে। তবে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে শঙ্কার কথা শোনা গেলো বিএনপি মহাসচিবের কন্ঠে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিপদ শেষ হয়ে যায়নি। নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে। এবং গণতান্ত্রিক এ আকাঙ্ক্ষা নষ্ট করার ষড়যন্ত্র চলছে আবার। অনেক চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারে নাই। বিএনপি আরো শক্তিশালী হয়েছে ।’

এদিকে মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্মরণসভায় একই শঙ্কা জানিয়েছেন বিএনপির দুই সিনিয়র নেতাও।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার। অনলি ফর এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এ কাজটা বা দায়িত্বটা যদি আপনারা সুন্দর মতো পালন করেন, তাহলে ইতিহাসে সবসময় চির উন্নত শির হয়ে থাকবেন। কিন্তু এর যদি ব্যত্যয় ঘটে তাহলে বেশি করুণ অবস্থার সৃষ্টি হতে পারে, দেশটা ধ্বংসের দিকে যেতে পারে।’

মির্জা আব্বাস বলেন, ‘এদেশের মানুষ শান্তি চায়, স্বস্তি চায়। যথেষ্ট হয়েছে। আমাদের শান্তি দেন, স্বস্তি দেন। আপনারা আসছেন নির্বাচন করার জন্য। এখন বলছেন সংস্কার করবেন, করেন। কি কি করবেন, তাও বলেন। জাতিকে একবারে অন্ধকারে রেখে যা মন চায় বলবেন, করবেন এটা তো আমরা মেনে নিতে পারবো না।’

তিনি বলেন, ‘মানুষ কখনো বিনা ভোটে নির্বাচিত সরকারকে মানে নাই। এখনো দীর্ঘদিন মানবে না।’

রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য এই মুহূর্তে জাতীয় নির্বাচনই একমাত্র সমাধান বলে মনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।