হবিগঞ্জে ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১১:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৬৪ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় ঝড়ের সাথে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। হঠাৎ শুরু হওয়া অসময়ের এই শিলাবৃষ্টি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হঠাৎ করেই ঝড়ের সাথে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিট স্থায়ী এ শিলাবৃষ্টিতে বিভিন্ন এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শহরের অনন্তপুরের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, কার্তিক মাসে এমন শিলাবৃষ্টি হতে দেখিনি। জলবায়ু পরিবর্তনের কারণে এমন হয়েছে হয়ত।
শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা জুবায়ের আহমেদ বলেন, ‘হঠাৎ করে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে। ভয়াবহ অবস্থা ছিল পুরো আধা ঘণ্টার বেশি। আমাদের এলাকার শীতকালীন সবজি ও আমনের অনেক ক্ষতি হয়েছে।’
কৃষি বিভাগ বলছে, শিলাবৃষ্টির কারণে আমন এবং সবজির জমিগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আগামীকাল বলা যাবে।