ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৬০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে ও দেশ ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কি চায় আমরা বুঝতে পারছি না। সরকার কবে নির্বাচন দিবে, কতদিন দায়িত্বে থাকবে কিছুই বুঝতে পারছি না। জনগণের মনোভাব বুঝেই বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কোনো সরকারি দল কিংবা বিরোধী দল নই, বিএনপি একটি রাজনৈতিক দল।’তাই নির্বাচন কবে নাগাদ হবে সেটি সুনির্দিষ্ট করে বলার অনুরোধ জানান তিনি। রাজনৈতিক পরিস্থিতির জন্য দলকে হিসাব করে কথা বলতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ অবস্থার স্থায়ী ও গণতান্ত্রিক সমাধান চাই।’

স্থায়ী সমাধান ও জনস্বার্থের জন্য দ্রুত সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে আসার দাবি জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে বর্তমানে একটা ধোয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে। এই সরকার বেশি সময় থাকবে, না যথাসময়ে দায়িত্ব পালন করে চলে যাবে- বুঝতে পারছি না। আপনারা আমাদের সহযোগিতা চান কিনা, সেটাও বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল, তাদের রক্তের ফসল। এই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা, তারা নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে। সরকার এই দায়িত্ব সঠিকভাবে পালন করলে, ইতিহাসে তারা উজ্জ্বল হয়ে থাকবেন, জ্বলজ্বল করবে তাদের নাম। এর ব্যত্যয় ঘটলে দেশটা ধ্বংসের দিকে যেতে পারে। তাই এই সরকারকে ব্যর্থ হওয়া যাবে না।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে’

আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনের জন্য কাজ না করলে করুণ পরিণতি হবে ও দেশ ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ (মঙ্গলবার, ৫ নভেম্বর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন আহমেদ সাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার কি চায় আমরা বুঝতে পারছি না। সরকার কবে নির্বাচন দিবে, কতদিন দায়িত্বে থাকবে কিছুই বুঝতে পারছি না। জনগণের মনোভাব বুঝেই বিএনপি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কোনো সরকারি দল কিংবা বিরোধী দল নই, বিএনপি একটি রাজনৈতিক দল।’তাই নির্বাচন কবে নাগাদ হবে সেটি সুনির্দিষ্ট করে বলার অনুরোধ জানান তিনি। রাজনৈতিক পরিস্থিতির জন্য দলকে হিসাব করে কথা বলতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এ অবস্থার স্থায়ী ও গণতান্ত্রিক সমাধান চাই।’

স্থায়ী সমাধান ও জনস্বার্থের জন্য দ্রুত সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে আসার দাবি জানান তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে বর্তমানে একটা ধোয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করছে। এই সরকার বেশি সময় থাকবে, না যথাসময়ে দায়িত্ব পালন করে চলে যাবে- বুঝতে পারছি না। আপনারা আমাদের সহযোগিতা চান কিনা, সেটাও বুঝতে পারছি না।’

তিনি বলেন, ‘এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল, তাদের রক্তের ফসল। এই সরকারের কাছে দেশবাসীর প্রত্যাশা, তারা নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচনের ব্যবস্থা করবে। সরকার এই দায়িত্ব সঠিকভাবে পালন করলে, ইতিহাসে তারা উজ্জ্বল হয়ে থাকবেন, জ্বলজ্বল করবে তাদের নাম। এর ব্যত্যয় ঘটলে দেশটা ধ্বংসের দিকে যেতে পারে। তাই এই সরকারকে ব্যর্থ হওয়া যাবে না।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলামের কলিমের সভাপতিত্বে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।