ঢাকা ০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সম্পর্কেরও রয়েছে রকমফের, আপনার কোনটি?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ৩৩৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সব সম্পর্ককে নাম দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। তারপরও কেউ কেউ নাম দিতে পছন্দ করেন। অনেকে আবার এসব নামের তোয়াক্কা করেন না। কিছু সম্পর্কে থাকে প্রেম এবং কমিটমেন্ট। একে অন্যের ভালো মন্দ বোঝেন। শুরুটা এমন হলেও, অনেক সময় তা ঠিক থাকে না। কোন সম্পর্ককে কী নাম, জেনে নিন।

প্রতিটা সম্পর্কেরই আলাদা আলাদা নাম রয়েছে। যা সম্পর্কগুলোকে খুব সহজেই চোখের সামনে তুলে ধরতে পারে। তাই এই সম্পর্কগুলো নিয়ে ধারণা থাকা ভালো। তাহলে তেমনকিছু দেখলে আপনি দ্রুতই বুঝতে পারবেন।

কিছু সম্পর্কের আবার থাকে প্রকারভেদ। বিশেষ করে প্রেমের সম্পর্কে। দু’জনের মধ্যে সম্পর্কে থাকলেই যে, তাঁরা একে-অপরের প্রতি যে ‘কমিটেড’, তা কিন্তু নাও হতে পারে। আবার এমন অনেক বৈবাহিক সম্পর্ক রয়েছে, যেখানে তাঁদের মনের কোনো টান নেই। আবার এমন বন্ধুত্ব রয়েছে, যার জন্য একে-অপরকে জীবনও বাজি রাখতে প্রস্তুত।

অনেক সময় এমন হয় যে, একে-অপরকে ভালোবাসেন, কিন্তু একসঙ্গে নেই। এমন নানা সম্পর্ক আমাদের চারপাশেই রয়েছে। এসব সম্পর্কেরও রয়েছে ভিন্ন ভিন্ন নাম, তা কি জানেন?

প্ল্যাটনিক রিলেশনশিপ: এই রিলেশনশিপে দু’জন মানুষ একে-অপরের খুব ভালো বন্ধু হয়েই থাকেন আজীবন। এই বন্ধুত্বের মধ্যে প্রেমও থাকতে পারে। দু’জন একে-অপরের মনের কথা বোঝেন। দু’জন দু’জকে সাপোর্ট করেন। সেই সঙ্গে একে-অপরের কেয়ারও করেন। কিন্তু দু’জনের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই তৈরি হয় না। তবে সময়ের সঙ্গে এই প্ল্যাটনিক রিলেশনশিপ ফ্রেন্ডস উইথ বেনিফিটস বা ফ্রেন্ডস টু লাভারেও পরিবর্তিত হতেই পারে।

রোম্যান্টিক রিলেশনশিপ: প্রেমে পড়া, একে-অপরের প্রতি আকর্ষিত হওয়া, সবই রয়েছে এই সম্পর্কে। প্রথম প্রেমে পড়লে মানুষ যা করেন, তাকেই বলা হয় রোম্যান্টিক রিলেশনশিপে। এই সম্পর্কই পরবর্তীতে আরও মজবুত হয়। দুটি মানুষের মধ্যেই তৈরি হয় ভরসা জায়গা। সেই সঙ্গে গড়ি ওঠে ইমোশনাল ইন্টিমেসিও। একে-অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দেন।

টক্সিক রিলেশনশিপ: এই রিলেশনে মানসিক অশান্তি যেন পিছুই ছাড়ে না। সারাক্ষণ ঝগড়া-ঝাটি যেন লেগেই থাকে, এটাই মূলত টক্সিক রিলেশনশিপ। আপনার সঙ্গে প্রতি মুহূর্তে খারাপ আচরণ করছেন, সেই সম্পর্কে না থাকাই ভালো। টক্সিক রিলেশনশিপ থেকে যতটা দূরে থাকা যায় ততোই উত্তম।

নিউজটি শেয়ার করুন

সম্পর্কেরও রয়েছে রকমফের, আপনার কোনটি?

আপডেট সময় : ১২:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

সব সম্পর্ককে নাম দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। তারপরও কেউ কেউ নাম দিতে পছন্দ করেন। অনেকে আবার এসব নামের তোয়াক্কা করেন না। কিছু সম্পর্কে থাকে প্রেম এবং কমিটমেন্ট। একে অন্যের ভালো মন্দ বোঝেন। শুরুটা এমন হলেও, অনেক সময় তা ঠিক থাকে না। কোন সম্পর্ককে কী নাম, জেনে নিন।

প্রতিটা সম্পর্কেরই আলাদা আলাদা নাম রয়েছে। যা সম্পর্কগুলোকে খুব সহজেই চোখের সামনে তুলে ধরতে পারে। তাই এই সম্পর্কগুলো নিয়ে ধারণা থাকা ভালো। তাহলে তেমনকিছু দেখলে আপনি দ্রুতই বুঝতে পারবেন।

কিছু সম্পর্কের আবার থাকে প্রকারভেদ। বিশেষ করে প্রেমের সম্পর্কে। দু’জনের মধ্যে সম্পর্কে থাকলেই যে, তাঁরা একে-অপরের প্রতি যে ‘কমিটেড’, তা কিন্তু নাও হতে পারে। আবার এমন অনেক বৈবাহিক সম্পর্ক রয়েছে, যেখানে তাঁদের মনের কোনো টান নেই। আবার এমন বন্ধুত্ব রয়েছে, যার জন্য একে-অপরকে জীবনও বাজি রাখতে প্রস্তুত।

অনেক সময় এমন হয় যে, একে-অপরকে ভালোবাসেন, কিন্তু একসঙ্গে নেই। এমন নানা সম্পর্ক আমাদের চারপাশেই রয়েছে। এসব সম্পর্কেরও রয়েছে ভিন্ন ভিন্ন নাম, তা কি জানেন?

প্ল্যাটনিক রিলেশনশিপ: এই রিলেশনশিপে দু’জন মানুষ একে-অপরের খুব ভালো বন্ধু হয়েই থাকেন আজীবন। এই বন্ধুত্বের মধ্যে প্রেমও থাকতে পারে। দু’জন একে-অপরের মনের কথা বোঝেন। দু’জন দু’জকে সাপোর্ট করেন। সেই সঙ্গে একে-অপরের কেয়ারও করেন। কিন্তু দু’জনের মধ্যে কোনো শারীরিক সম্পর্কই তৈরি হয় না। তবে সময়ের সঙ্গে এই প্ল্যাটনিক রিলেশনশিপ ফ্রেন্ডস উইথ বেনিফিটস বা ফ্রেন্ডস টু লাভারেও পরিবর্তিত হতেই পারে।

রোম্যান্টিক রিলেশনশিপ: প্রেমে পড়া, একে-অপরের প্রতি আকর্ষিত হওয়া, সবই রয়েছে এই সম্পর্কে। প্রথম প্রেমে পড়লে মানুষ যা করেন, তাকেই বলা হয় রোম্যান্টিক রিলেশনশিপে। এই সম্পর্কই পরবর্তীতে আরও মজবুত হয়। দুটি মানুষের মধ্যেই তৈরি হয় ভরসা জায়গা। সেই সঙ্গে গড়ি ওঠে ইমোশনাল ইন্টিমেসিও। একে-অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিশ্রুতি দেন।

টক্সিক রিলেশনশিপ: এই রিলেশনে মানসিক অশান্তি যেন পিছুই ছাড়ে না। সারাক্ষণ ঝগড়া-ঝাটি যেন লেগেই থাকে, এটাই মূলত টক্সিক রিলেশনশিপ। আপনার সঙ্গে প্রতি মুহূর্তে খারাপ আচরণ করছেন, সেই সম্পর্কে না থাকাই ভালো। টক্সিক রিলেশনশিপ থেকে যতটা দূরে থাকা যায় ততোই উত্তম।