ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়, দলীয় কর্মীদের তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কর্মীদের সতর্ক করে বলেছেন, জয়ের ব্যাপারে অতি-আত্মবিশ্বাসী হলে, জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে। তিন মাসে কোনো সরকারকে মূল্যায়ন সম্ভব নয় জানিয়ে তারেক রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, সব কাজই প্রশ্নবিদ্ধ হবে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভা। বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে, নেতা-কর্মীদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তুলে ধরেন ৭ নভেম্বরের তাৎপর্য। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের কোনো বিকল্প নেই। অতি আত্মবিশ্বাসী হলে, মানুষ থেকে বিচ্ছিন্ন হতে হয়।

তারেক রহমান বলেন, ‘আত্মবিশ্বাসী হওয়া ভালো তবে খেয়াল রাখবেন অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন রাখবেন না। জনগণ পচ্ছন্দ করে না, এমন কাজ থেকে নিজেদের বিরত রাখবেন দোয়া করে।’

দেশ সংস্কারে নানা পরামর্শও দেন তারেক রহমান। তিনি বলেন, ৩ মাস কোনো সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। তবে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, অন্তর্বর্তী সরকারের কোনো কাজেরই মূল্য থাকবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম, সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে ওঠতে পারে।

পলাতক স্বৈরাচারের দোসরদের চক্রান্ত থেমে নেই বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘ক্ষমতা হারিয়ে পরাজিত অপশক্তি কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’

আলোচনা সভায়, নির্বাচন নিয়ে টালবাহানা না করতে, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।

নিউজটি শেয়ার করুন

অতি আত্মবিশ্বাসী হওয়া ভালো নয়, দলীয় কর্মীদের তারেক রহমান

আপডেট সময় : ১১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

বিশ্বের কাছে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের কর্মীদের সতর্ক করে বলেছেন, জয়ের ব্যাপারে অতি-আত্মবিশ্বাসী হলে, জনবিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা থাকে। তিন মাসে কোনো সরকারকে মূল্যায়ন সম্ভব নয় জানিয়ে তারেক রহমান বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, সব কাজই প্রশ্নবিদ্ধ হবে।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আলোচনা সভা। বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে, নেতা-কর্মীদের পাশাপাশি যোগ দেন বিভিন্ন পেশার প্রতিনিধিরা। তুলে ধরেন ৭ নভেম্বরের তাৎপর্য। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। তিনি বলেন, জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের কোনো বিকল্প নেই। অতি আত্মবিশ্বাসী হলে, মানুষ থেকে বিচ্ছিন্ন হতে হয়।

তারেক রহমান বলেন, ‘আত্মবিশ্বাসী হওয়া ভালো তবে খেয়াল রাখবেন অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণের কাছে থেকে বিচ্ছিন্ন রাখবেন না। জনগণ পচ্ছন্দ করে না, এমন কাজ থেকে নিজেদের বিরত রাখবেন দোয়া করে।’

দেশ সংস্কারে নানা পরামর্শও দেন তারেক রহমান। তিনি বলেন, ৩ মাস কোনো সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয়। তবে, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে, অন্তর্বর্তী সরকারের কোনো কাজেরই মূল্য থাকবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম, সংস্কার কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে ওঠতে পারে।

পলাতক স্বৈরাচারের দোসরদের চক্রান্ত থেমে নেই বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, ‘ক্ষমতা হারিয়ে পরাজিত অপশক্তি কিন্তু আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে তুলে ধরার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।’

আলোচনা সভায়, নির্বাচন নিয়ে টালবাহানা না করতে, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা।