বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩ উপজেলায় বহাল
- আপডেট সময় : ০১:২৭:০০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
প্রায় এক মাস বন্ধ থাকার পর আগামীকাল ৭ নভেম্বর থেকে বান্দরবানে পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ (বুধবার, ৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দীন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেন।
এর ফলে বৃহস্পতিবার থেকে পর্যটকরা বান্দরবানের মেঘলা নীলাচল শৈলপ্রপাত চিম্বুক নীলগিরি প্রান্তিক লেকসহ লামা আলিকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণে যেতে পারবেন।
তবে এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা। পর্যায়ক্রমে সেগুলোও পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
এর আগে গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি-এই তিন পার্বত্য জেলা ভ্রমণে নিরুৎসাহিত করে প্রশাসন। এরপর থেকে বন্ধ হয়ে যায় বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং।
উল্লেখ্য গত কয়েক বছর ধরে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর তৎপরতার কারনে বান্দরবানের বিভিন্ন উপজেলায় দফায় দফায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে প্রশাসন। সবশেষ রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় নিষেধাজ্ঞা থাকলেও ৪ উপজেলায় পর্যটক ভ্রমণের উন্মুক্ত ছিল। গত ৮ অক্টোবর থেকে নিরাপত্তার কারনে ৪ উপজেলায়ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।