ঢাকা ১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অক্টোবরে নারীর প্রতি সহিংসতার ১৫২ টি ঘটনা ঘটেছে: মানবাধিকার কমিশন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের অক্টোবর মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার ঘটনার মধ্যে রয়েছে ধর্ষণ, গণধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, আত্মহত্যা ও শারীরিক নির্যাতনের ঘটনা।

অক্টোবর মাসে ধর্ষণের (১৮ বছর ও তদূর্ধ্ব) ২২টি, যৌন নির্যাতনের ১৪টি, ধর্ষণের পর হত্যা ২টি, ধর্ষণের পর আত্মহত্যা ১টি, পারিবারিক সহিংসতার ৪৩টি এবং নারীর প্রতি অন্যান্য সহিংসতার ৬৮টি এবং অ্যাসিড নিক্ষেপের ২টি ঘটনা ঘটেছে।

জাতীয় মানবাধিকার কমিশন এর মানবাধিকার প্রতিবেদন (অক্টোবর) ২০২৪ এ তথ্য তুলে ধরা হয়েছে। ৫ নভেম্বর এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশন মিডিয়া মনিটরিং বা গণমাধ্যমে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ পর্যবেক্ষণ করে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবর মাসের পারিবারিক সহিংসতার মাত্র ১১টি ঘটনায় এবং নারীর প্রতি সহিংসতার ১৪টি ঘটনায় মামলার তথ্য পাওয়া গেছে।

এ ক্ষেত্রে পারিবারিক সহিংসতার উল্লেখযোগ্য ধরণগুলো হলো– শারীরিক নির্যাতন, বাড়ী থেকে বের করে দেওয়া, গর্ভপাত ঘটানো, গায়ে অগ্নিসংযোগ, বিষ প্রয়োগ ও শ্বাসরোধ ইত্যাদি। অন্যদিকে যৌতুকের জন্য নির্যাতন ও হত্যা, স্ত্রীর বিনা অনুমতিতে বিয়ে করার কারণে পারিবারিক কলহ থেকেও সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রতিবেদন বলা হয়, অক্টোবর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী ও ২৩ জন শিশু। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৯১ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া নারীর প্রতি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৪৬ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩টি যার মধ্যে মামলা হয়েছে ১৮টি অর্থাৎ মামলার শতকরা হার ৭৮ দশমিক ২৬ শতাংশ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। মোট ধর্ষণ ঘটনার ৩৯ দশমিক ১৩ শতাংশ ঘটনা ঘটেছে ঢাকায়। শিশু ধর্ষণের মোট ঘটনার ৭৩ দশমিক ৯১ শতাংশ ঘটনা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

অক্টোবরে নারীর প্রতি সহিংসতার ১৫২ টি ঘটনা ঘটেছে: মানবাধিকার কমিশন

আপডেট সময় : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চলতি বছরের অক্টোবর মাসে দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতার ঘটনার মধ্যে রয়েছে ধর্ষণ, গণধর্ষণ, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, আত্মহত্যা ও শারীরিক নির্যাতনের ঘটনা।

অক্টোবর মাসে ধর্ষণের (১৮ বছর ও তদূর্ধ্ব) ২২টি, যৌন নির্যাতনের ১৪টি, ধর্ষণের পর হত্যা ২টি, ধর্ষণের পর আত্মহত্যা ১টি, পারিবারিক সহিংসতার ৪৩টি এবং নারীর প্রতি অন্যান্য সহিংসতার ৬৮টি এবং অ্যাসিড নিক্ষেপের ২টি ঘটনা ঘটেছে।

জাতীয় মানবাধিকার কমিশন এর মানবাধিকার প্রতিবেদন (অক্টোবর) ২০২৪ এ তথ্য তুলে ধরা হয়েছে। ৫ নভেম্বর এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার কমিশন।

মানবাধিকার কমিশন মিডিয়া মনিটরিং বা গণমাধ্যমে প্রকাশিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহ পর্যবেক্ষণ করে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, অক্টোবর মাসের পারিবারিক সহিংসতার মাত্র ১১টি ঘটনায় এবং নারীর প্রতি সহিংসতার ১৪টি ঘটনায় মামলার তথ্য পাওয়া গেছে।

এ ক্ষেত্রে পারিবারিক সহিংসতার উল্লেখযোগ্য ধরণগুলো হলো– শারীরিক নির্যাতন, বাড়ী থেকে বের করে দেওয়া, গর্ভপাত ঘটানো, গায়ে অগ্নিসংযোগ, বিষ প্রয়োগ ও শ্বাসরোধ ইত্যাদি। অন্যদিকে যৌতুকের জন্য নির্যাতন ও হত্যা, স্ত্রীর বিনা অনুমতিতে বিয়ে করার কারণে পারিবারিক কলহ থেকেও সহিংসতার ঘটনা ঘটেছে।

প্রতিবেদন বলা হয়, অক্টোবর মাসে ধর্ষণের শিকার হয়েছেন ২২ জন নারী ও ২৩ জন শিশু। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে শিশু ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৯১ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া নারীর প্রতি ধর্ষণ বৃদ্ধি পেয়েছে ৪৬ দশমিক ৬৭ শতাংশ।

এ ছাড়া শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ২৩টি যার মধ্যে মামলা হয়েছে ১৮টি অর্থাৎ মামলার শতকরা হার ৭৮ দশমিক ২৬ শতাংশ।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। মোট ধর্ষণ ঘটনার ৩৯ দশমিক ১৩ শতাংশ ঘটনা ঘটেছে ঢাকায়। শিশু ধর্ষণের মোট ঘটনার ৭৩ দশমিক ৯১ শতাংশ ঘটনা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে ঘটেছে।