মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগণনা অব্যাহত থাকলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাছে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। তবে কামালা হ্যারিসও এখনও হার মেনে নেননি। এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
অভিনন্দন দেয়ার সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন,‘আমি একসঙ্গে কাজ করতে প্রস্তুত, যেমনটি ট্রাম্পের আগের চার বছর একসঙ্গে কাজ করেছি। তার প্রতি শ্রদ্ধার পাশাপাশি রইল শান্তি ও সমৃদ্ধির কামনা’
পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা বার্তাটি দেন।
অন্যদিকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেন, 'একসঙ্গে সফলভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ট্রান্স আটলান্টিক সম্পর্ককে সম্প্রসারণের পাশাপাশি আরো জোরদার করবো।
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে মোদি লেখেন, ‘আমার বন্ধুকে আন্তরিক অভিনন্দন @realDonaldTrump আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা। ভারত-আমেরিকার বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন এক সঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।’
পোস্টে নেতানিয়াহু লেখেন, ‘প্রিয় ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি দেয়।’
এ ছাড়া শুভেচ্ছা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন দার লিয়েন। তিনি বলেন, ‘আমাদের মানুষদের মধ্যে সম্পর্ক সঠিক পথে রাখতে আমরা বাধ্য। আমরা ৮০ কোটি মানুষকে এক করছি।’
ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রচার শিবিরের সামনে সমর্থকদের উদ্দেশে ভাষণে নিজেকে জয়ী ঘোষণা করেন ট্রাম্প। তাঁকে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণ আমাদের অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এই দিনটি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি। আমরা জয় পেয়েছি।’
এরই মধ্যে প্রাথমিক ফলাফলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হচ্ছে।