বজ্রপাতে মৃত্যু ফুটবলারের
- আপডেট সময় : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
নিয়ম মেনে ম্যাচটা বন্ধই রাখা হচ্ছিল। প্রথমবার বজ্রপাতের সঙ্গে সঙ্গেই রেফারি খেলা বন্ধ করে দেন, দুই দলের খেলোয়াড়েরা মাঠ ছাড়ছিলেন। কিন্তু সতর্কতার পরও যে এভাবে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হবে কে জানত!
খেলোয়াড়েরা মাঠ ছাড়ার সময়ই দ্বিতীয়বার বাজ পড়ে মাঠে। একসঙ্গে আট খেলোয়াড় আক্রান্ত হন। এর মধ্যে একজন মৃত্যুর কোলেই ঢলে পড়েছেন, আহত হয়েছেন আরও চারজন।
ঘটনাটা ঘটেছে গত রোববার পেরুতে। হুয়ানকানিও রাজ্যের স্থানীয় টুর্নামেন্টে খেলছিল ইউভেন্তুদ বেয়াভিস্তা ও ফামিলিয়া চোকা। ম্যাচের মধ্যে বজ্রপাত হলো, তাতে মর্মান্তিক মৃত্যু হলো ফামিলিয়া চোকার ডিফেন্ডার হোসে দে লা ক্রুস।
বাজটা সরাসরি পড়ে হোসে আর তাদের গোলকিপার হুয়ান চোকার ওপর। বজ্রাহত হওয়ার সঙ্গে সঙ্গেই হোসে দে লা ক্রুসসহ বাকিদের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হোসে হাসপাতালে যাওয়া পর্যন্ত সময় আর পেলেন না। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। ‘এই পরিবারটির প্রতি আমরা সবাই আন্তরিক সমবেদনা জানাচ্ছি’ – বিবৃতিতে শোক জানিয়ে লিখেছে স্থানীয় প্রশাসন।
দলের গোলকিপার হুয়ানের শরীর বেশ বাজেভাবেই পুড়েছে। তিনি এখনো চিকিৎসাধীন।
পেরুতে ফুটবল ম্যাচে বজ্রপাতের ঘটনা এর আগেও দেখা গেছে, তাতে অনেকে আহতও হয়েছেন। তবে মর্মান্তিক এমন মৃত্যু এবারই প্রথম।
বিশ্ব ফুটবলে অবশ্য বজ্রপাতে মৃত্যুর ঘটনা আগেও দেখা গেছে। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্তরের লিগের দল মরিজবার্গ ইউনাইটেড একটি প্রীতি ম্যাচ খেলার সময়ে বজ্রাহত হয়ে মাঠেই মারা যান দলটির দক্ষিণ আফ্রিকান মিডফিল্ডার লুয়ান্দা এনসানগাসে।
https://twitter.com/i/status/1853355934547845631