যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের সংঘাতের জেরে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরোক্ষভাবে ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে ইসরাইলি শত্রুদের সহযোগিতার অভিযোগ তুলেছেন নেতানিয়াহু। গ্যালান্টের স্থলাভিষিক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন গিডিয়ান সার। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরাইলের স্থানীয় সময় সন্ধ্যায় এক রেকর্ড করা বার্তায় নেতানিয়াহু বলেন, আমার ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে গেছে। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইয়োভ গ্যালান্টকে লেখা চিঠি তার কাছে পাঠানো হয়েছে, চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টা পরই তার দায়িত্ব শেষ হবে।
গ্যালান্টের এই চাকরিচ্যুতি এমন সময়ে ঘটল, যখন আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হচ্ছে। গ্যালান্ট মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সিএনএন লিখেছে, বলা হয়ে থাকে যে, গ্যালান্টের সাথে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের প্রতিদিন কথা হয়। এদিকে ইয়োভ গ্যালান্ট "বিশ্বস্ত অংশীদার" ছিলেন বলে মন্তব্য করে ইসরাইলের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে পেন্টাগন৷