বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে বেসরকারি হজ এজেন্সি মালিকরা। বুধবার (৬ই নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই হজ প্যাকেজ দু'টি ঘোষণা করা হয়। এর মধ্যে একটি প্যাকেজ ৭ লাখ টাকার এবং অন্যটি হলো পাঁচ লাখ ২৩ হাজার টাকার।
সংবাদ সম্মেলনে হজ এজেন্সির মালিকেরা দাবি করেন, সরকার যে হজ প্যাকেজ ঘোষণা করেছে তাতে খাবারের মূল্য সংযুক্ত করা হয়নি। তাই হজের খরচ কমেছে বলে সরকার যে প্রচারণা চালাচ্ছে তা বিভ্রান্তিকর। তাদের দাবি, গত বছরের চেয়ে এবছর হজের খরচ ১৩ হাজার টাকা বেড়েছে।
গত ৩০ অক্টোবর সরকারি হজ প্যাকেজ ঘোষণার সময় ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানিয়েছিলেন, বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ মূল্য ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
ফারুক আহমেদ সরদার বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি হজ প্যাকেজ করা হয়েছে। সাধারণ হজ প্যাকেজ ও বিশেষ হজ প্যাকেজ। বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য কোরবানি ছাড়া সাধারণ হজ প্যাকেজের মূল্য মোট ৫ লাখ ২৩ হাজার টাকা এবং বিশেষ হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।