যুক্তরাষ্ট্র নির্বাচনে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ট্রাম্পের দল
- আপডেট সময় : ০২:০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৬৫ বার পড়া হয়েছে
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ যাচ্ছে এবার ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির হাতে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এমন আভাস পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, ১০০ সদস্যের সিনেটে ৫১টিতে এগিয়ে আছে রিপাবলিকানরা। আর ৪২টিতে এগিয়ে আছে ডেমোক্র্যাটরা।
নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদেও এগিয়ে রিপাবলিকান পার্টি। ১৮২টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে দলটির। অপরদিকে ডেমোক্রেটিক পার্টি এগিয়ে আছে ১৫১টিতে।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সবমিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে ২৪৭টি ইলেকটোরাল কলেজ ভোট। প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ২১০ ইলেকটোরাল ভোট।
যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজ ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পপুলার ভোটে নির্বাচিত সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যরা প্রতিনিধি নির্বাচন করেন। এই প্রতিনিধিদের রায়ে অর্থাৎ ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।