ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লুইস দিয়াসের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

৪ ম্যাচ, ২ জয়, ২ হার – ৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে। রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জেতা দলটার এমনই অবস্থা যে, গ্রুপ পর্ব পেরোতে হয়তো বাকি চার ম্যাচেই জয়ের বিকল্প নেই। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির এমনিতেই দুদন্ড স্বস্তির উপায় নেই। এমন অবস্থায় ইতালিয়ান কোচের কপালে ভাঁজ আরও বাড়বে লিভারপুলকে দেখে। চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের পরের ম্যাচটাই যে লিভারপুলের বিপক্ষে, লিভারপুলেরই মাঠে!

লিভারপুলকে দেখে কেন আনচেলত্তির দুশ্চিন্তা বাড়বে? প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা লিভারপুল যে আর্নে স্লটের অধীনে চ্যাম্পিয়নস লিগেও উড়ছে! ইয়ুর্গেন ক্লপ যে ৯ বছরের অধ্যায় শেষে বিদায় নিলেন, সে ধাক্কা বুঝতেই দিচ্ছে না অলরেডরা।

গতকাল চ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য কিছু ফল দেখেছে, মাদ্রিদ ৩-১ গোলে হেরেছে এসি মিলানের কাছে, ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আগামী ১১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া কোচ রুবেন আমোরিমের বর্তমান দল স্পোর্তিং সিপির কাছে। অথচ এমন রাতেও লিভারপুল অনায়াসে জিতে গেছে। তা-ও কোন ম্যাচে! লিভারপুলেরই সাবেক মিডফিল্ডার শাবি আলোনসোর ‘ঘরে’ ফেরার রাতে অ্যানফিল্ডে আলোনসোর বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লিভারপুল। কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াসের হ্যাটট্রিকে সহজ হয়ে ওঠা এই জয়ে চ্যাম্পিয়নস লিগেও ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল!

অ্যানফিল্ডের এ ম্যাচটিতে বাড়তি নজর ছিল শাবি আলোনসোর কারণে। গত জানুয়ারিতে ইয়ুর্গেন ক্লপ আচমকা ঘোষণায় জানিয়েছিলেন, মৌসুম শেষে লিভারপুলের ডাগআউট ছাড়ছেন তিনি। ক্লপের বিকল্প হিসেবে সে সময় সমর্থকদের মনে সবেচেয়ে বেশি যে নামটা এসেছিল, সেটা বোধহয় আলোনসোরই।

সেটার যথেষ্ট কারণও ছিল। এক সময় লিভারপুলের মিডফিল্ডের দায়িত্ব সামলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর এফএ কাপের শিরোপা। খেলোয়াড়ি জীবন ছাড়ার পর অল্পদিনের কোচিং ক্যারিয়ারেই সাফল্যের সর্বোচ্চ রূপ দেখেছেন। বুন্দেসলিগায় লেভারকুসেনকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া জিতেছেন জার্মান কাপের শিরোপাও।

‘ঘরের ছেলে’ আলোনসোকে কোচ হিসেবে চাওয়া তাই লিভারপুল সমর্থকদের বাড়াবাড়ি ছিল না মোটেও। কিন্তু অ্যানফিল্ডে ফেরার পরিবর্তে জার্মানিতেই থাকার সিদ্ধান্ত নেন আলোনসো। আর ক্লপের পর অলরেডদের দায়িত্ব যায় স্লটের কাছে। সে ঘটনার পর গতকাল অ্যানফিল্ডে ফিরলেন আলোনসো, কিন্তু প্রতিপক্ষের কোচ হয়ে। আর সাবেক ক্লাব থেকে ফেরত গেলেন এক হালি গোলের যন্ত্রণা নিয়ে!

দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত। কার্টিস জোনসের ডিফেন্সচেরা থ্রু বক্সের ভেতর পেয়ে যান লুইস দিয়াস। সামনে শুধু এগিয়ে আসা লেভারকুসেন গোলকিপার লুকাস রাদেকি। আলতো চিপে অনায়াসেই লেভারকুসেনের জালে বল জড়ান দিয়াস।

অ্যানফিল্ড সমর্থকদের উদযাপনের রেশ তখনো কাটেনি। এর মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় লিভারপুল। ম্যাচের ৬৩ মিনিটে মোহাম্মদ সালাহর ক্রসে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন ২-০ করেন কোডি খাকপো। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারছিলেন না সালাহরা। ম্যাচের ৮৩ মিনিটে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান দিয়াস। আর যোগ করা সময়ে আদায় করেন নিজের হ্যাটট্রিক।

লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘সম্ভবত পারফরম্যান্সের চেয়ে ম্যাচের ফলটা বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ। এটা (পেশাদার ফুটবলের) সর্বোচ্চ স্তর। আজ আমাদের এটি (পারফরম্যান্স) যথেষ্ট ছিল না।’

অ্যানফিল্ডে এত বছর পর প্রত্যাবর্তন সম্পর্কে আলোনসোর ভাষ্য, ‘এখানে ফেরার দারুণ অনুভূতি থেকে ম্যাচের ফলের ব্যথাটা আলাদা করতে চাই। আমি সত্যিই অনেক খুশি এবং এমন অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

লুইস দিয়াসের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে লিভারপুল

আপডেট সময় : ০১:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

৪ ম্যাচ, ২ জয়, ২ হার – ৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট তালিকার ১৭ নম্বরে। রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জেতা দলটার এমনই অবস্থা যে, গ্রুপ পর্ব পেরোতে হয়তো বাকি চার ম্যাচেই জয়ের বিকল্প নেই। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির এমনিতেই দুদন্ড স্বস্তির উপায় নেই। এমন অবস্থায় ইতালিয়ান কোচের কপালে ভাঁজ আরও বাড়বে লিভারপুলকে দেখে। চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদের পরের ম্যাচটাই যে লিভারপুলের বিপক্ষে, লিভারপুলেরই মাঠে!

লিভারপুলকে দেখে কেন আনচেলত্তির দুশ্চিন্তা বাড়বে? প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার ওপরে থাকা লিভারপুল যে আর্নে স্লটের অধীনে চ্যাম্পিয়নস লিগেও উড়ছে! ইয়ুর্গেন ক্লপ যে ৯ বছরের অধ্যায় শেষে বিদায় নিলেন, সে ধাক্কা বুঝতেই দিচ্ছে না অলরেডরা।

গতকাল চ্যাম্পিয়নস লিগ অবিশ্বাস্য কিছু ফল দেখেছে, মাদ্রিদ ৩-১ গোলে হেরেছে এসি মিলানের কাছে, ম্যানচেস্টার সিটি ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে আগামী ১১ নভেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া কোচ রুবেন আমোরিমের বর্তমান দল স্পোর্তিং সিপির কাছে। অথচ এমন রাতেও লিভারপুল অনায়াসে জিতে গেছে। তা-ও কোন ম্যাচে! লিভারপুলেরই সাবেক মিডফিল্ডার শাবি আলোনসোর ‘ঘরে’ ফেরার রাতে অ্যানফিল্ডে আলোনসোর বায়ার লেভারকুসেনকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে লিভারপুল। কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস দিয়াসের হ্যাটট্রিকে সহজ হয়ে ওঠা এই জয়ে চ্যাম্পিয়নস লিগেও ৪ ম্যাচে ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে লিভারপুল!

অ্যানফিল্ডের এ ম্যাচটিতে বাড়তি নজর ছিল শাবি আলোনসোর কারণে। গত জানুয়ারিতে ইয়ুর্গেন ক্লপ আচমকা ঘোষণায় জানিয়েছিলেন, মৌসুম শেষে লিভারপুলের ডাগআউট ছাড়ছেন তিনি। ক্লপের বিকল্প হিসেবে সে সময় সমর্থকদের মনে সবেচেয়ে বেশি যে নামটা এসেছিল, সেটা বোধহয় আলোনসোরই।

সেটার যথেষ্ট কারণও ছিল। এক সময় লিভারপুলের মিডফিল্ডের দায়িত্ব সামলেছেন। ইংলিশ ক্লাবটির হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ আর এফএ কাপের শিরোপা। খেলোয়াড়ি জীবন ছাড়ার পর অল্পদিনের কোচিং ক্যারিয়ারেই সাফল্যের সর্বোচ্চ রূপ দেখেছেন। বুন্দেসলিগায় লেভারকুসেনকে অপরাজিত চ্যাম্পিয়ন করেছেন। এছাড়া জিতেছেন জার্মান কাপের শিরোপাও।

‘ঘরের ছেলে’ আলোনসোকে কোচ হিসেবে চাওয়া তাই লিভারপুল সমর্থকদের বাড়াবাড়ি ছিল না মোটেও। কিন্তু অ্যানফিল্ডে ফেরার পরিবর্তে জার্মানিতেই থাকার সিদ্ধান্ত নেন আলোনসো। আর ক্লপের পর অলরেডদের দায়িত্ব যায় স্লটের কাছে। সে ঘটনার পর গতকাল অ্যানফিল্ডে ফিরলেন আলোনসো, কিন্তু প্রতিপক্ষের কোচ হয়ে। আর সাবেক ক্লাব থেকে ফেরত গেলেন এক হালি গোলের যন্ত্রণা নিয়ে!

দুই দলই আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেললেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬১ মিনিট পর্যন্ত। কার্টিস জোনসের ডিফেন্সচেরা থ্রু বক্সের ভেতর পেয়ে যান লুইস দিয়াস। সামনে শুধু এগিয়ে আসা লেভারকুসেন গোলকিপার লুকাস রাদেকি। আলতো চিপে অনায়াসেই লেভারকুসেনের জালে বল জড়ান দিয়াস।

অ্যানফিল্ড সমর্থকদের উদযাপনের রেশ তখনো কাটেনি। এর মধ্যেই দ্বিতীয় গোল পেয়ে যায় লিভারপুল। ম্যাচের ৬৩ মিনিটে মোহাম্মদ সালাহর ক্রসে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন ২-০ করেন কোডি খাকপো। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারছিলেন না সালাহরা। ম্যাচের ৮৩ মিনিটে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান দিয়াস। আর যোগ করা সময়ে আদায় করেন নিজের হ্যাটট্রিক।

লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর লেভারকুসেন কোচ আলোনসো বলেছেন, ‘সম্ভবত পারফরম্যান্সের চেয়ে ম্যাচের ফলটা বেশি যন্ত্রণাদায়ক। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ। এটা (পেশাদার ফুটবলের) সর্বোচ্চ স্তর। আজ আমাদের এটি (পারফরম্যান্স) যথেষ্ট ছিল না।’

অ্যানফিল্ডে এত বছর পর প্রত্যাবর্তন সম্পর্কে আলোনসোর ভাষ্য, ‘এখানে ফেরার দারুণ অনুভূতি থেকে ম্যাচের ফলের ব্যথাটা আলাদা করতে চাই। আমি সত্যিই অনেক খুশি এবং এমন অভ্যর্থনার জন্য কৃতজ্ঞ।’