ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৩৫ বছরের ইতিহাসে আমেরিকা শাসন করা ৪৬ প্রেসিডেন্ট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকা। ১৭৭৬ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। আর প্রথম আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭৮৯ সালে। ২৩৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত দেশটিকে শাসন করেছেন সর্বমোট ৪৬ জন প্রেসিডেন্ট।

ফ্রাঙ্কলিন ডি রোজাভোল্ট সবচেয়ে বেশি সময় ১২ বছর আমেরিকার ক্ষমতার মসনদে ছিলেন। সবচেয়ে কম সময় মাত্র ১ মাস শাসন করেন উইলিয়াম হ্যারিসন। আমেরিকার প্রধান দুটি দলের মধ্যে ১৯ জন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রিপাবলিকান পার্টি থেকে। অন্যদিকে, ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত হয়েছে ১৬ জন।

দেশটির প্রথম নির্বাচন শুরু হয় ১৭৮৯ সালে। যেখানে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন। দুই মেয়াদে মোট আট বছর তিনি ক্ষমতার মসনদে ছিলেন। আমেরিকার গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

১৭৯৭ সালে আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন জন অ্যাডামস। তিনি ১৮০১ সাল পর্যন্ত শাসকের ভূমিকা পালন করেন।

সর্বমোট ৯ বছর টমাস জেফারসন আমেরিকা শাসন করেন। ১৮০১ থেকে ১৮০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। অন্যদিকে, জেমস ম্যাডিসন ১৮০৯ সাল থেকে ১৮১৭ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেন।

জেমস মনরো ১৮১৭ থেকে ১৮২৫, জন কুইন্সি অ্যাডামস ১৮২৫ থেকে ১৮২৯, অ্যান্ড্রু জ্যাকসন ১৮২৯ থেকে ১৮৩৭, মার্টিন ভ্যান বুরেন ১৮৩৭ থেকে ১৮৪১, উইলিয়াম হেনরি হ্যারিসন ১৮৪১ শুধু এক মাসের জন্য প্রেসিডেন্ট হন। এরপর জন টাইলার ১৮৪১ থেকে ১৮৪৫, জেমস কে. পোল্ক ১৮৪৫ থেকে ১৮৪৯, জ্যাচারি টেলর ১৮৪৯ থেকে ১৮৫০, মিলার্ড ফিলমোর ১৮৫০ থেকে ১৮৫৩, ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ১৮৫৩ থেকে ১৮৫৭, জেমস বুকানন ১৮৫৭ থেকে ১৮৬১ সাল পর্যন্ত আমেরিকার ক্ষমতায় ছিলেন।

আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। তিনি আমেরিকার দাশপ্রথা বিলুপ্তির জন্য বিশেষভাবে স্মরণীয়। ঘাতকের হাতে নিহত হওয়ার আগে তিনি ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেন।

এরপর অ্যান্ড্রু জনসন ১৮৬৫ থেকে ১৮৬৯, ইউলিসিস এস গ্রান্ট ওহিও ১৮৬৯ থেকে ১৮৭৭, রাদারফোর্ড হেইস ১৮৭৭ থেকে ১৮৮১, জেমস এ. গারফিল্ড ১৮৮১ এক বছরের জন্য, এরপর চেস্টার এ. আর্থার ১৮৮১ থেকে ১৮৮৫, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯, বেঞ্জামিন হ্যারিসন ১৮৮৯ থেকে ১৮৯৩, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৯৩ থেকে ১৮৯৭, উইলিয়াম ম্যাককিনলে ১৮৯৭ থেকে ১৯০১, থিওডোর রুজভেল্ট ১৯০১ থেকে ১৯০৯, উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ১৯০৯ থেকে ১৯১৩, উড্রো উইলসন ১৯১৩ থেকে ১৯২১, ওয়ারেন জি. হার্ডিং ১৯২১ থেকে ১৯২৩, ক্যালভিন কুলিজ ভার্মন্ট ১৯২৩ থেকে ১৯২৯, হার্বার্ট হুভার আইওয়া ১৯২৯ থেকে ১৯৩৩, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ১৯৩৩ থেকে ১৯৪৫, হ্যারি এস. ট্রুম্যান ১৯৪৫ থেকে ১৯৫৩। রুজভেল্টের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও, ট্রুম্যানের সময় এসে আমেরিকার নেতৃত্বে মিত্র বাহিনী জাপান ও জার্মানীকে পরাজিত করে। তবে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে নগরীতে বিধ্বংসী দুটি পারমানবিক বোমা বিষ্ফোরণের ঘটনায় ট্রুাম্যানের সমালোচনা রয়েছে।

এরপর ১৯৫৩ সালে ক্ষমতায় আসেন ডোয়াইট ডি. আইজেনহাওয়ার। তিনি ১৯৬১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আইজেনহাওয়ার এরপর জন এফ কেনেডি ১৯৬১ থেকে ১৯৬৩, লিন্ডন বি জনসন ১৯৬৩ থেকে ১৯৬৯, রিচার্ড এম. নিক্সন ১৯৬৯ থেকে ১৯৭৪, জেরাল্ড আর. ফোর্ড ১৯৭৪ থেকে ১৯৭৭, জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর রোনাল্ড রিগান ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকা শাসন করেন।

রিপাবলিকান পার্টি থেকে জর্জ বুশ ১৯৮৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। বিল ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।

ডেমোক্রেটিক পার্টির হয়ে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামা আমেরিকা শাসন করেন। তিনি ২০০৯ সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন। ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ২০২৪ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী তিনি।

বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালে ডেমোক্রেটদের হয়ে তিনি বিজয়ী হন। যদিও এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর রানিং মেট কমলা হ্যারিস নির্বাচনে ট্রাম্পের সঙ্গে লড়াই করছেন।

আজ মার্কিন নাগরিকরা ভোট দিয়ে দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এখন দেখার পালা হোয়াইট হাউসের চাবি কার ভাগ্যে জুটে।

নিউজটি শেয়ার করুন

২৩৫ বছরের ইতিহাসে আমেরিকা শাসন করা ৪৬ প্রেসিডেন্ট

আপডেট সময় : ০২:১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

বিশ্বের শক্তিধর রাষ্ট্র আমেরিকা। ১৭৭৬ সালে দেশটি স্বাধীনতা লাভ করে। আর প্রথম আনুষ্ঠানিক প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ১৭৮৯ সালে। ২৩৫ বছরের ইতিহাসে এ পর্যন্ত দেশটিকে শাসন করেছেন সর্বমোট ৪৬ জন প্রেসিডেন্ট।

ফ্রাঙ্কলিন ডি রোজাভোল্ট সবচেয়ে বেশি সময় ১২ বছর আমেরিকার ক্ষমতার মসনদে ছিলেন। সবচেয়ে কম সময় মাত্র ১ মাস শাসন করেন উইলিয়াম হ্যারিসন। আমেরিকার প্রধান দুটি দলের মধ্যে ১৯ জন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে রিপাবলিকান পার্টি থেকে। অন্যদিকে, ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচিত হয়েছে ১৬ জন।

দেশটির প্রথম নির্বাচন শুরু হয় ১৭৮৯ সালে। যেখানে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন। দুই মেয়াদে মোট আট বছর তিনি ক্ষমতার মসনদে ছিলেন। আমেরিকার গৃহযুদ্ধের পর দেশ পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।

১৭৯৭ সালে আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে জয়লাভ করেন জন অ্যাডামস। তিনি ১৮০১ সাল পর্যন্ত শাসকের ভূমিকা পালন করেন।

সর্বমোট ৯ বছর টমাস জেফারসন আমেরিকা শাসন করেন। ১৮০১ থেকে ১৮০৯ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। অন্যদিকে, জেমস ম্যাডিসন ১৮০৯ সাল থেকে ১৮১৭ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেন।

জেমস মনরো ১৮১৭ থেকে ১৮২৫, জন কুইন্সি অ্যাডামস ১৮২৫ থেকে ১৮২৯, অ্যান্ড্রু জ্যাকসন ১৮২৯ থেকে ১৮৩৭, মার্টিন ভ্যান বুরেন ১৮৩৭ থেকে ১৮৪১, উইলিয়াম হেনরি হ্যারিসন ১৮৪১ শুধু এক মাসের জন্য প্রেসিডেন্ট হন। এরপর জন টাইলার ১৮৪১ থেকে ১৮৪৫, জেমস কে. পোল্ক ১৮৪৫ থেকে ১৮৪৯, জ্যাচারি টেলর ১৮৪৯ থেকে ১৮৫০, মিলার্ড ফিলমোর ১৮৫০ থেকে ১৮৫৩, ফ্র্যাঙ্কলিন পিয়ার্স ১৮৫৩ থেকে ১৮৫৭, জেমস বুকানন ১৮৫৭ থেকে ১৮৬১ সাল পর্যন্ত আমেরিকার ক্ষমতায় ছিলেন।

আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট। তিনি আমেরিকার দাশপ্রথা বিলুপ্তির জন্য বিশেষভাবে স্মরণীয়। ঘাতকের হাতে নিহত হওয়ার আগে তিনি ১৮৬১ থেকে ১৮৬৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দ্বায়িত্ব পালন করেন।

এরপর অ্যান্ড্রু জনসন ১৮৬৫ থেকে ১৮৬৯, ইউলিসিস এস গ্রান্ট ওহিও ১৮৬৯ থেকে ১৮৭৭, রাদারফোর্ড হেইস ১৮৭৭ থেকে ১৮৮১, জেমস এ. গারফিল্ড ১৮৮১ এক বছরের জন্য, এরপর চেস্টার এ. আর্থার ১৮৮১ থেকে ১৮৮৫, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৫ থেকে ১৮৮৯, বেঞ্জামিন হ্যারিসন ১৮৮৯ থেকে ১৮৯৩, গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৯৩ থেকে ১৮৯৭, উইলিয়াম ম্যাককিনলে ১৮৯৭ থেকে ১৯০১, থিওডোর রুজভেল্ট ১৯০১ থেকে ১৯০৯, উইলিয়াম হাওয়ার্ড টাফ্ট ১৯০৯ থেকে ১৯১৩, উড্রো উইলসন ১৯১৩ থেকে ১৯২১, ওয়ারেন জি. হার্ডিং ১৯২১ থেকে ১৯২৩, ক্যালভিন কুলিজ ভার্মন্ট ১৯২৩ থেকে ১৯২৯, হার্বার্ট হুভার আইওয়া ১৯২৯ থেকে ১৯৩৩, ফ্র্যাঙ্কলিন ডি. রুজভেল্ট ১৯৩৩ থেকে ১৯৪৫, হ্যারি এস. ট্রুম্যান ১৯৪৫ থেকে ১৯৫৩। রুজভেল্টের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলেও, ট্রুম্যানের সময় এসে আমেরিকার নেতৃত্বে মিত্র বাহিনী জাপান ও জার্মানীকে পরাজিত করে। তবে জাপানের হিরোসিমা ও নাগাসাকিতে নগরীতে বিধ্বংসী দুটি পারমানবিক বোমা বিষ্ফোরণের ঘটনায় ট্রুাম্যানের সমালোচনা রয়েছে।

এরপর ১৯৫৩ সালে ক্ষমতায় আসেন ডোয়াইট ডি. আইজেনহাওয়ার। তিনি ১৯৬১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আইজেনহাওয়ার এরপর জন এফ কেনেডি ১৯৬১ থেকে ১৯৬৩, লিন্ডন বি জনসন ১৯৬৩ থেকে ১৯৬৯, রিচার্ড এম. নিক্সন ১৯৬৯ থেকে ১৯৭৪, জেরাল্ড আর. ফোর্ড ১৯৭৪ থেকে ১৯৭৭, জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর রোনাল্ড রিগান ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আমেরিকা শাসন করেন।

রিপাবলিকান পার্টি থেকে জর্জ বুশ ১৯৮৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন। বিল ক্লিনটন ডেমোক্রেটিক পার্টির হয়ে ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।

ডেমোক্রেটিক পার্টির হয়ে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামা আমেরিকা শাসন করেন। তিনি ২০০৯ সালে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরষ্কার লাভ করেন। ২০১৭ সাল থেকে ২০২১ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। ২০২৪ সালের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের প্রার্থী তিনি।

বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ২০২১ সালে ডেমোক্রেটদের হয়ে তিনি বিজয়ী হন। যদিও এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাঁর রানিং মেট কমলা হ্যারিস নির্বাচনে ট্রাম্পের সঙ্গে লড়াই করছেন।

আজ মার্কিন নাগরিকরা ভোট দিয়ে দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচন করবেন। এখন দেখার পালা হোয়াইট হাউসের চাবি কার ভাগ্যে জুটে।