নিজেকে বিজয়ী ঘোষণা করে নতুন বার্তা দিলেন ট্রাম্প
- আপডেট সময় : ০৩:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
ডোনাল্ড ট্রাম্প, ওহিওর মার্কিন সিনেটর এবং রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স এবং তাদের পরিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ কনভেনশন সেন্টারে মঞ্চে উপস্থিত হন। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আজ নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। এই বিজয় আমেরিকার জনগণের জন্য একটি ‘বিশাল অর্জন’ বলে অভিহিত করেন।
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নির্বাচনী পর্যবেক্ষণ অনুষ্ঠানে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন। সেখানে তিনি সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে, যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে।’
তিনি আরও বলেন, ‘এই নির্বাচন মার্কিনিদের জন্য একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনটিকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে মনে করবেন।’
ট্রাম্প তার ভাষণে রিপাবলিকানদের সাম্প্রতিক রাজনৈতিক সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা আমাদের দলের জন্য একটি বিশাল অর্জন।’
তিনি তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকেও বিশেষভাবে ধন্যবাদ জানান এবং তাকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে অভিহিত করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে ট্রাম্প বলেন, তার বইটি ‘নম্বর ওয়ান বেস্টসেলার’ এবং তিনি মানুষের সাহায্যের জন্য কঠোর পরিশ্রম করছেন। পাশাপাশি, ট্রাম্প তার সন্তানদেরও ধন্যবাদ জানান, যারা মঞ্চে তার সঙ্গে ছিলেন।
যদিও ট্রাম্প এখনও প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট পূর্ণ করতে পারেননি (৪টি ভোট বাকি), তারপরও তিনি এই বিজয়কে ‘রাজনৈতিক জয়’ হিসেবে ঘোষণা করেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন সহ-প্রার্থী জেডি ভ্যান্স, স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং তার প্রচারণা দলের সদস্যরা। ভাষণ শেষে সমর্থকরা ‘ইউএসএ, ইউএসএ’ স্লোগান দেন।