ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহরুখকে অন্যরকম সম্মান অস্কার অ্যাকাডেমির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০১ সালের মুক্তি পায় ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গাম’। করণ জোহরের এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তাঁর আইকনিক এন্ট্রি দৃশ্যকে শ্রদ্ধা জানাতে অস্কার অ্যাকাডেমি নিখুঁত দিনটি বেছে নিয়েছিল। ১ নভেম্বর, একদিকে ছিল ভারতে দীপাবলির পরের দিন এবং অপরদিকে সুপারস্টারের ৫৯তম জন্মদিনের আগের দিন।

দ্য অ্যাকাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি, ছবিতে রাইচাঁদ ম্যানশনে দীপাবলিতে সেট করা স্মরণীয় দৃশ্যটি শেয়ার করেছে। শাহরুখ অভিনীত রাহুল রাইচাঁদ চরিত্রটি যখন একটি কালো হেলিকপ্টার থেকে মাটিতে পা রাখে, তখন তাঁর মা নন্দিনী রায়চাঁদ (জয়া বচ্চন) চারপাশে যেন তাঁর উপস্থিতি অনুভব করে।

স্বামী যশ রাইচাঁদকে (অমিতাভ বচ্চন) আরতি কি থালি দিয়ে শুভেচ্ছা জানাতে জানাতে অন্যমনস্ক হয়ে হঠাত্‍ তিনি দরজার দিকে হাঁটতে শুরু করেন। তাঁর পরণে ছিল চমৎকার মণীশ মালহোত্রা সাদা শাড়ি। অপরদিকে শাহরুখ একটি কালো পোশাকে তাঁর বাড়ির দিকে ছুটে যান।

জয়া একবার তাঁর অন্তর্দৃষ্টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন, তিনি হতাশ হয়ে ঘুরে দাঁড়ান। মনে মনে উপলব্ধি করে ছেলে হাসিমুখে বলছে, ‘মা, আমি আসার আগে প্রতিবার আমার উপস্থিতি তুমি কেমন করে টের পাও?’, উত্তরে জয়া অশ্রুসিক্ত চোখে শুধু হাসে, কপালে তিলক লাগিয়ে মুখে আদর করে। অ্যাকাডেমির তরফে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের অন্তর্দৃষ্টি সবসময়ই সঠিক। (ইমোজি)। অ্যাকাডেমির কমেন্টে আরও লেখা হয়েছে, ‘এটাই কি শাহরুখের সেরা এন্ট্রি সিন?

‘কাভি খুশি কাভি গাম’-এ আরও অভিনয় করেছেন কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর ও রানি মুখোপাধ্যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

শাহরুখকে অন্যরকম সম্মান অস্কার অ্যাকাডেমির

আপডেট সময় : ০১:৪৯:১০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

২০০১ সালের মুক্তি পায় ব্লকবাস্টার চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গাম’। করণ জোহরের এ সিনেমায় কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তাঁর আইকনিক এন্ট্রি দৃশ্যকে শ্রদ্ধা জানাতে অস্কার অ্যাকাডেমি নিখুঁত দিনটি বেছে নিয়েছিল। ১ নভেম্বর, একদিকে ছিল ভারতে দীপাবলির পরের দিন এবং অপরদিকে সুপারস্টারের ৫৯তম জন্মদিনের আগের দিন।

দ্য অ্যাকাডেমির অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলটি, ছবিতে রাইচাঁদ ম্যানশনে দীপাবলিতে সেট করা স্মরণীয় দৃশ্যটি শেয়ার করেছে। শাহরুখ অভিনীত রাহুল রাইচাঁদ চরিত্রটি যখন একটি কালো হেলিকপ্টার থেকে মাটিতে পা রাখে, তখন তাঁর মা নন্দিনী রায়চাঁদ (জয়া বচ্চন) চারপাশে যেন তাঁর উপস্থিতি অনুভব করে।

স্বামী যশ রাইচাঁদকে (অমিতাভ বচ্চন) আরতি কি থালি দিয়ে শুভেচ্ছা জানাতে জানাতে অন্যমনস্ক হয়ে হঠাত্‍ তিনি দরজার দিকে হাঁটতে শুরু করেন। তাঁর পরণে ছিল চমৎকার মণীশ মালহোত্রা সাদা শাড়ি। অপরদিকে শাহরুখ একটি কালো পোশাকে তাঁর বাড়ির দিকে ছুটে যান।

জয়া একবার তাঁর অন্তর্দৃষ্টি নিয়ে সন্দেহ করতে শুরু করেন, তিনি হতাশ হয়ে ঘুরে দাঁড়ান। মনে মনে উপলব্ধি করে ছেলে হাসিমুখে বলছে, ‘মা, আমি আসার আগে প্রতিবার আমার উপস্থিতি তুমি কেমন করে টের পাও?’, উত্তরে জয়া অশ্রুসিক্ত চোখে শুধু হাসে, কপালে তিলক লাগিয়ে মুখে আদর করে। অ্যাকাডেমির তরফে ক্যাপশনে লেখা হয়েছে, ‘মায়ের অন্তর্দৃষ্টি সবসময়ই সঠিক। (ইমোজি)। অ্যাকাডেমির কমেন্টে আরও লেখা হয়েছে, ‘এটাই কি শাহরুখের সেরা এন্ট্রি সিন?

‘কাভি খুশি কাভি গাম’-এ আরও অভিনয় করেছেন কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর ও রানি মুখোপাধ্যায়। সূত্র: হিন্দুস্তান টাইমস