আজকের পরিবেশ আগামীতে থাকবে না: আদালতে আমু
- আপডেট সময় : ১০:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
আজকের পরিবেশ আগামীতে থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সাবেকমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনার পর কথা বলার সুযোগ দিলে তিনি এ কথা বলেন।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে আমু বলেন, ‘আমি দুই মিনিটে কী বলবো?’ এ সময় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আজকের পরিবেশ আগামীতে থাকবে না।’
পরে তার কথার রেশ ধরে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে আওয়ামীপন্থি আইনজীবীদের উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতি হয়। এ বিষয়ে অভিযোগ জানিয়ে পিটুনির শিকার ওই আইনজীবী বলেছেন, আমি এর বিচার চাই।
এর আগে সকালে আদালতে শুনানিতে আমির হোসেন আমুর রিমান্ডের পক্ষে বক্তব্য দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী। এ সময় তার বক্তব্যটি রাজনৈতিক মন্তব্য করেন আসামি আমুর আইনজীবী স্বপন রায় চৌধুরী।
তখন উত্তেজিত হয়ে আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে (আমুর আইনজীবী) মারধর শুরু করেন। এর পর কয়েকজন আইনজীবী তাকে তুলে আদালত থেকে বের করে দেন।
এর আগে আজ সকালে আমুকে ১০ দিনের রিমান্ড আবেদন করে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে ৬ দিনের রিমান্ড দেন আদালত।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ছাত্র-আন্দোলন দমনে আমির হোসেন আমু ষড়যন্ত্রের আদেশ, হত্যার নির্দেশ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। আদালতে তার শুনানি চলাকালীন সময়ে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হট্টগোল সৃষ্টি হয়।
এর আগে বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।