ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন বাইডেন
- আপডেট সময় : ০২:১৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৬১ বার পড়া হয়েছে
নির্বাচনে বিজয়ী রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের প্রচার দলের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং বলেন, ট্রাম্প এই বৈঠকের জন্য মুখিয়ে আছেন। শিগগিরই এই বৈঠক হবে। তিনি এই আমন্ত্রণের খুব প্রশংসা করেছেন।
২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর তিনি বাইডেনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাননি। রীতি অনুযায়ী, আমেরিকায় ক্ষমতা পালাবদলের সময় প্রেসিডেন্ট বিজয়ী প্রার্থীসহ তার প্রশাসনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান এবং তাদের অভ্যর্থনা জানান। এরপর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রেসিডেন্ট তাঁদের নিয়ে ইউএস ক্যাপিটলে যান। ২০২১ সালে এসব রীতির কিছুই মানেননি ট্রাম্প।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরাজয়ের পরে এই ভাষণ দিচ্ছেন তিনি।