ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় বগুড়ার কৃষকরা
- আপডেট সময় : ০১:৩৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৫৯ বার পড়া হয়েছে
বগুড়ায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াই। প্রতিমণ ধান হাটে বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৩শ টাকায়। ভালো ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। তবে আমন মৌসুমের শুরুতেই ধান-চালের দাম নির্ধারণ না করায় ভালো দাম নিয়ে শঙ্কায় চাষিরা। কৃষি সম্প্রসারণ বিভাগ বলছে, কাটা-মাড়াই পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে লাভবান হবেন কৃষকরা।
বগুড়ায় মাঠ মাঠে দোল খাচ্ছে কাঁচা-পাকা ধান। জাতের ভিন্নতায় অনেক জমির পাকা ধান আগেই ঘরে তুলেছে কৃষক। তবে পুরোপুরি কৃষকের ঘরে ধান আসতে এখনো সময় লাগবে ২০ থেকে ২৫ দিন। হাট বাজারে আগাম ধানের ভালো দাম পাওয়ায় খুশি কৃষক।
তবে কৃষকরা বলছেন, ভরা মৌসুমে কমতে পারে ধানের দাম। তাই ধানের ন্যায্য দাম নির্ধারণের দাবি তাদের।
এদিকে অন্যান্য বছরের মতো এবার শ্রমিক সংকট না থাকলেও তাদের রয়েছে বিস্তর অভিযোগ। তাদের দাবি, শ্রমিকের সংখ্যা বেশি থাকায় মিলছে না ন্যায্য দাম। কাটা থেকে মাড়াই, সবই করতে হচ্ছে দিনে ৪শ থেকে ৫শ টাকায়। এতে সংসার চালাতে কষ্ট হচ্ছে বলে জানান তারা।
এবছর আমন রোপা মৌসুমে আবহাওয়া অনেকটা অনুকূলে থাকায় বাড়তি সেচ দিতে হয়নি কৃষকদের। এতে কিছুটা কমেছে খরচ। ধান মাড়াই পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও লাভ হবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরদের উপপরিচালক মতলুবর রহমান বলেন, ‘রোপা আমন ধান কাটা শুরু হয়েছে, আশা করা যায় ভালো আবহাওয়া থাকলে কৃষকরা এবার ভালো ফলন ঘরে তুলতে পারবে।’
বগুড়ায় এবার ১ লাখ ৮৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। সেখান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ টন।