ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লজ্জার হারের কারণ জানালেন শান্ত

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১২০ রান ২ উইকেট। জয়ের জন্য দরকার আর ১১৬ রান। তবে এমন সহজ জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ ৯২ রানের ব্যবধানে হেরে বসেছে। ম্যাচ শেষে লজ্জার এমন হারের কারণ অবশ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেষদিকে ২৩ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর। এই ডানহাতি স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট।

ম্যাচশেষে নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে হারের কারণ জানাতে গিয়ে বলেন, ‘প্রথম ১৫–২০ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারিনি।‘

দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারালেও মাঝ ওভারে মোহাম্মদ নবীর ৮৪ রানের ইনিংসে ২৩৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের প্রশংসা করে শান্ত বলেন, ‘নবী দারুণ ব্যাটিং করেছে। আমাদের খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। উইকেট বোলারদের যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু শহীদি ও নবী খুবই ভালো ব্যাটিং করেছে।’

ম্যাচ হারের টার্নিং পয়েন্ট জানাতে গিয়ে নিজের উইকেটকে ম্যাচের পার্থক্য মানছেন শান্ত, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি থিতু ব্যাটসম্যান ছিলাম, আমার ইনিংস আরও লম্বা হওয়া উচিত ছিল। আফগানিস্তানের সব সময় রহস্য স্পিনার থাকে। আজ সেও (গজনফর) খুব ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’

নিউজটি শেয়ার করুন

লজ্জার হারের কারণ জানালেন শান্ত

আপডেট সময় : ০২:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

১২০ রান ২ উইকেট। জয়ের জন্য দরকার আর ১১৬ রান। তবে এমন সহজ জয়ের দ্বারপ্রান্তে থাকা বাংলাদেশ ৯২ রানের ব্যবধানে হেরে বসেছে। ম্যাচ শেষে লজ্জার এমন হারের কারণ অবশ্য জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শেষদিকে ২৩ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশকে একাই ধসিয়ে দিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফর। এই ডানহাতি স্পিনার একাই নিয়েছেন ৬ উইকেট।

ম্যাচশেষে নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের বিপক্ষে হারের কারণ জানাতে গিয়ে বলেন, ‘প্রথম ১৫–২০ ওভার আমরা খুব ভালো শুরু করেছিলাম। কিন্তু মাঝের ওভারে নিজেদের পরিকল্পনা ভালোভাবে কাজে লাগাতে পারিনি।‘

দলীয় ৩৫ রানে ৪ উইকেট হারালেও মাঝ ওভারে মোহাম্মদ নবীর ৮৪ রানের ইনিংসে ২৩৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের প্রশংসা করে শান্ত বলেন, ‘নবী দারুণ ব্যাটিং করেছে। আমাদের খুব বেশি আক্রমণাত্মক হওয়ার প্রয়োজন ছিল না। উইকেট বোলারদের যথেষ্ট সহায়তা করেছে। কিন্তু শহীদি ও নবী খুবই ভালো ব্যাটিং করেছে।’

ম্যাচ হারের টার্নিং পয়েন্ট জানাতে গিয়ে নিজের উইকেটকে ম্যাচের পার্থক্য মানছেন শান্ত, ‘আমার উইকেটটাই পার্থক্য গড়ে দিয়েছে। আমি থিতু ব্যাটসম্যান ছিলাম, আমার ইনিংস আরও লম্বা হওয়া উচিত ছিল। আফগানিস্তানের সব সময় রহস্য স্পিনার থাকে। আজ সেও (গজনফর) খুব ভালো বোলিং করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল। কিন্তু দিনটা আমাদের ছিল না। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।’