ব্যবসায়ী হত্যা মামলায় আমির হোসেন আমুর ৬ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৩:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেকমন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (বৃহস্পতিবার, ৯ নভেম্বর) সকালে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে তোলা হয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে ৬ দিনের রিমান্ড দেন আদালত।
এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ছাত্র-আন্দোলন দমনে আমির হোসেন আমু ষড়যন্ত্রের আদেশ, হত্যার নির্দেশ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবীরা তাকে নির্দোষ দাবি রিমান্ড বাতিল চেয়ে জামিন চান। আদালতে তার শুনানি চলাকালীন সময়ে আওয়ামীপন্থি ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হট্টগোল সৃষ্টি হয়।
এর আগে বুধবার (৬ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১ নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে গত ২১ আগস্ট নিউমার্কেট থানায় এ মামলা করেন।