টানা দ্বিতীয়বার ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি এমবাপ্পেকে
- আপডেট সময় : ০২:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
ফিফা নভেম্বর উইন্ডোতে উয়েফা নেশনস লিগের দুইটি ম্যাচ খেলবে ফ্রান্স। ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচ দুইটিতে খেলা হবে না কিলিয়ান এমবাপ্পের। টানা দ্বিতীয়বারের মতো ফ্রান্সের স্কোয়াডে রাখা হয়নি তাকে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঘোষিত ম্যাচ দুটির স্কোয়াডে দলের অধিনায়ক এমবাপ্পেকে রাখেননি কোচ দিদিয়ের দেশম। এর আগে অক্টোবরে বেলজিয়াম ও ইসরায়েল বিপক্ষে ম্যাচেও এমবাপ্পে দলে ছিলেন না।
অবশ্য কী কারণে এমবাপ্পেকে দলে রাখা হয়নি, তা স্পষ্ট করেননি। তবে সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা চলছিল। লা লিগা, চ্যাম্পিয়নস লিগসহ সর্বশেষ তিন ম্যাচে কোনো গোল করতে পারেননি এমবাপ্পে।
দেশম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেয়া হয়েছে শুধু এই পর্বের ম্যাচের জন্য।’ এমবাপ্পে ম্যাচ খেলতে আসতে চেয়েছিলেন বলেও জানান দেশম।
চলতি বছরের জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর এখন পর্যন্ত ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। তবে সর্বশেষ এল ক্লাসিকো এবং চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের বিপক্ষে ছিলেন নিজের ছায়া হয়ে। বার্সেলোনার বিপক্ষে গোল তো পানইনি, ক্যারিয়ার সর্বোচ্চ ৮ বার অফসাইডের ফাঁদে পড়েছিলেন, যা গত ১৫ বছরের লা লিগায় কোনো খেলোয়াড়ের জন্য এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ।
উয়েফা নেশনস লিগের ম্যাচে আগামী ১৪ নভেম্বর প্যারিসে ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর মিলানের সান সিরোয় প্রতিপক্ষ ইতালি।