বিএনপির মিছিলে হাজির ‘খাঁচায় বন্দী শেখ হাসিনা’
- আপডেট সময় : ০৯:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির মিছিলে দেখা মিলেছে খাঁচায় বন্দী শেখ হাসিনার। দলটির নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রীকে প্রতীকীভাবে খাঁচায় বন্দী করে উপস্থাপন করেছেন মিছিলে।
আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মিছিলের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মিছিলের আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সেখানে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্র, মহানগর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সরেজমিনে সমাবেশ স্থলে দেখা যায়, সমাবেশের সবার আকর্ষণ একটি খাঁচার দিকে। খাঁচার ভেতরে শাড়ি ও সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন এক নারী। নারীর সাজগোজ আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো।
খাঁচার গায়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে একাধিক প্ল্যাকার্ড। সেখানে লেখা রয়েছে—‘বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম রাক্ষসী’, ‘আমি দলের সমস্ত নেতা-কর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরপরাধ ও নির্দোষ মানুষ গুম করি’, ‘আমি ভারতের সাথে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করি’, ‘আমি নিরপরাধ ছাত্র খুনি’।
বিএনপির এই মিছিলে রাজধানীর পাশাপাশি আশপাশের মানিকগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।