ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেতু নির্মাণের ৬ বছর পরেও সংযোগ সড়ক হয়নি

গাজীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / ৩৭৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে সেতু নির্মাণের ৬ বছর পরেও দু’পাশে সংযোগ সড়ক হয়নি। ফলে কাজে আসছেনা প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তুরাগ নদের ওপর নির্মিত ১৪০ মিটার দীর্ঘ সেতুটি। এতে ভোগান্তিতে রয়েছেন লাখো মানুষ।

গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের খালিশবার্তা ও কালিয়াকৈর উপজেলার সাকেশ্বর বাজারের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে ২০১৮ সালে তুরাগ নদের উপর সেতু নির্মাণ করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। ২০২০ সালের ১১ই জুলাই সেতুটি উদ্বোধন করা হয়। সেতুর দু‘পাশে সংযোগ সড়কের জন্য দরপত্র অনুমোদন হলেও ৬ বছর ধরে কাজটি আটকে আছে। সেতুটি দিয়ে পারাপার হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বালুভর্তি বস্তা ফেলে হাঁটার ব্যবস্থা করে নিয়েছেন। ঝুঁকি নিয়ে সেতুর একপাশ দিয়ে কয়েক কিলোমিটার হেঁটে দুই পাশের গ্রামের বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে।

শিক্ষার্থী ও বয়স্ক মানুষ ব্রিজে উঠতে গিয়ে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে ক্ষোভ জানান এলাকার মানুষ।

সংযোগ সড়ক নির্মাণে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রস্তাব দেয়া আছে বলে জানান গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী ।

এদিকে, যত দ্রুত সম্ভব টেন্ডারের কার্যক্রম শেষ করে সড়ক নির্মাণ শুরু করতে পারবে বলে আশা করছে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন।

নিউজটি শেয়ার করুন

সেতু নির্মাণের ৬ বছর পরেও সংযোগ সড়ক হয়নি

আপডেট সময় : ০১:৫০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪

গাজীপুরে সেতু নির্মাণের ৬ বছর পরেও দু’পাশে সংযোগ সড়ক হয়নি। ফলে কাজে আসছেনা প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে তুরাগ নদের ওপর নির্মিত ১৪০ মিটার দীর্ঘ সেতুটি। এতে ভোগান্তিতে রয়েছেন লাখো মানুষ।

গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের খালিশবার্তা ও কালিয়াকৈর উপজেলার সাকেশ্বর বাজারের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনে ২০১৮ সালে তুরাগ নদের উপর সেতু নির্মাণ করে স্থানীয় সরকার অধিদপ্তর এলজিইডি। ২০২০ সালের ১১ই জুলাই সেতুটি উদ্বোধন করা হয়। সেতুর দু‘পাশে সংযোগ সড়কের জন্য দরপত্র অনুমোদন হলেও ৬ বছর ধরে কাজটি আটকে আছে। সেতুটি দিয়ে পারাপার হওয়ার জন্য স্থানীয় বাসিন্দারা বালুভর্তি বস্তা ফেলে হাঁটার ব্যবস্থা করে নিয়েছেন। ঝুঁকি নিয়ে সেতুর একপাশ দিয়ে কয়েক কিলোমিটার হেঁটে দুই পাশের গ্রামের বাসিন্দাদের চলাচল করতে হচ্ছে।

শিক্ষার্থী ও বয়স্ক মানুষ ব্রিজে উঠতে গিয়ে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটে। এ নিয়ে ক্ষোভ জানান এলাকার মানুষ।

সংযোগ সড়ক নির্মাণে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রস্তাব দেয়া আছে বলে জানান গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান আলী ।

এদিকে, যত দ্রুত সম্ভব টেন্ডারের কার্যক্রম শেষ করে সড়ক নির্মাণ শুরু করতে পারবে বলে আশা করছে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: আকবর হোসেন।