আজ মেঘ মেঘ করবে, কাল হতে পারে বৃষ্টি
- আপডেট সময় : ০২:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকতে পারে আজ শুক্রবার, তবে বৃষ্টি হবে না। কাল শনিবার এবং তার পরদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস বলছে,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ওই সময়ের মধ্যে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এ ছাড়া আগামী রোববার থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় অন্য এলাকাগুলোর আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও ফেনীতে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকে তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৮৯ শতাংশ।