আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে: মাহমুদুর রহমান
- আপডেট সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
আমলাদের মধ্যে এখনও ভারতের দোসর আছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার রাজধানীতে গভর্নেন্স এন্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লব ছাত্র জনতা করেছে, বিদেশি কেউ করে নাই। আমাদের মুক্তিযুদ্ধে ভারত স্বাধীন করে দিয়েছে, এই হীনমন্যতা তৈরি করেছে। তাই আজীবন কৃতজ্ঞ থাকার শিক্ষা দিয়েছে। এটা ভেঙে দিয়েছে জুলাই বিপ্লব। আমরা আশাবাদী স্বাধীনতা রক্ষা করতে পারব। ঐক্যবদ্ধ থাকতে হবে।’
আমার দেশ সম্পাদক বলেন, ‘ভারতের আধিপত্য থেকে এখনও মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।’
মাহমুদুর রহমান বলেন, ‘ভূ–রাজনৈতিক কৌশল থাকতে হবে স্বাধীনতা রক্ষায়। ১৮ কোটি মানুষ আমাদের প্রধান শক্তি। ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই। ট্রাম্প প্রেসিডেন্ট হলেও তাদের (আমেরিকা) বিদেশি নীতি পরিবর্তন হয় না। আমাদের ভারসাম্যপূর্ণ কূটনীতি চালাতে হবে।’
তরুণদের বিতর্কিত করা যাবে না বলেও সতর্ক করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, ‘আবার ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সাথে ঐক্য হতে হবে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।’