রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ সংখ্যালঘুদের ব্যবহার করতো। অথচ তাদের শাসন আমলেই বেশি নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে দেশের সংখ্যালঘুরা।
আজ শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউতে সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষায় দরকার রাজনৈতিক ঐক্য, শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মাইনরিটিস ওয়াচ ও হিউম্যান রাইটস অ্যালায়েন্স বাংলাদেশ। যেখানে অংশ নেন দেশের ভিন্নধারার রাজনৈতিক দলগুলোর নেতারা।
তারা বলেন, রাজনীতির মধ্যে কোনো ধর্ম থাকা ঠিক নয়। কিন্তু বাস্তবতা এখনো সেটা হয়ে উঠেনি। এই কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশ সংখ্যালঘু নিয়ে স্ট্যাটাস দেয়।
আলোচনা সভায় আওয়ামী লীগ সংখ্যালঘুদের রাজনৈতিক ঘুঁটি হিসেবে ব্যবহার করলেও তাদের শাসন আমলে কী পরিমাণ নির্যাতন করা হয়েছে তার বর্ণনা উঠে আসে নিপীড়নদের অভিযোগে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভোটের জন্য নয়, একটা ভালো দেশ গড়ার জন্য রাজনৈতিক দলগুলোর কাজ করা প্রয়োজন। সংস্কারের পক্ষে সব দলই রয়েছে, তবে এত সমস্যা সমাধান এই সরকারের পক্ষে কষ্টসাধ্য।