চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় সিদ্ধান্ত আইসিসির, চাপে পড়ছে পাকিস্তান
- আপডেট সময় : ১২:৫৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
আগামী বছর পাকিস্তানের (Pakistan) মাটিতে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আসর। কিন্তু ভারত যে সেখানে খেলতে যাবে না, তা আগেই জানিয়ে দিয়েছে বিসিসিআই (BCCI)। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতকে নিয়ে আসার জন্য সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু তারপরও বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে পাঠাতে নারাজ। যদি ভারত পাকিস্তানে যাবে কিনা, তা নির্ভর করে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের উপর। কিন্তু সেখানে বিসিসিআই জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানে দল পাঠাবে না। যদি এই টুর্নামেন্টে হাইব্রিড মডেলে হয় তাহলে তারা অংশ নেবে। নইলে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেবে।
এই পরিস্থিতিতে ভারতীয় দল যদি পাকিস্তানে না যায় বা টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তাহলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। ফলে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের প্রভাবে বেশ চাপে পড়েছে আইসিসি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে আইসিসি। এক সংবাদ সংস্থার রিপোর্টে জানা গিয়েছে, হাইব্রিড মডেলে হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ঠিক যেমনটা ২০২৩ সালের এশিয়া কাপ হয়েছিল। ভারত তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাটিতে খেলেছে। সেই পথেই হাঁটতে চলেছে আইসিসি। ভারতের ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে হবে। যদি রোহিতরা ফাইনালে ওঠেন, তাহলেও সেই ম্যাচ পাকিস্তানের বাইরে হবে। যদিও এই মুহূর্তে আইসিসি সরকারি ভাবে কিছু জানায়নি হাইব্রিড মডেল নিয়ে।
ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে প্রথমিক সূচির খসরা জমা দিয়েছে। সেখানে তারা ভারতকে ধরেই এগিয়েছে। সেই খসরা সূচিতে ফেব্রুয়ারি মাস-মার্চ মাসে এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা জানিয়েছে। কিন্তু এদিকে ভারত প্রথম থেকেই বেকে বসে রয়েছে, এই টুর্নামেন্ট খেলতে তারা যাবে না। এই পরিস্থিতিতে পিসিবি বেশ চাপেই পড়েছে। পাশাপাশি বিসিসিআইকে সমর্থন করেছে অজি ক্রিকেট বোর্ড সহ আরও অনেকে। তারাও জানিয়ে দিয়েছে, নিরাপত্তা পর্যালোচনা না করা পর্যন্ত তারা সেখানে খেলতে যাবে না। তবে পাক বোর্ড আশ্বস্ত করেছে নিরাপত্তা দেওয়ার ব্যাপারে। এখন দেখার আইসিসি কী সিদ্ধান্ত নেয়।
পাশাপাশি এও জানা গিয়েছে, যদি এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হয়, তাহলে ভারতের ম্যাচ দুবাই এবং শারজাতে হতে পারে। যদিও পুরোটাই ঠিক করবে আইসিসি। সব ঠিকঠাক থাকলে আগামী ১১ নভেম্বর আইসিসি নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেবে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হবে, কবে এবং কোন ভেনুতে ভারত খেলবে। অর্থাৎ হাইব্রিড মডেলে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেবে আইসিসি।